ব্রেকিং নিউজ

বাঁকুড়া মেডিকেলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে শীঘ্রই চালু হবে বিশেষ হেল্প লাইন নাম্বার, জানালেন পুলিশ সুপার।

বাঁকুড়া মেডিকেলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে শীঘ্রই  চালু হবে বিশেষ হেল্প লাইন নাম্বার, জানালেন পুলিশ সুপার।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : এবার বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে চালু করা হবে ডেডিকেটেড ফোন হেল্প লাইন। জেলার পুলিশ সুপার কোটেশ্বর রাও এই খবর জানিয়ে বলেন,এর ফলে চিকিৎসকই হোন বা রোগী, যে কোনো পরিস্থিতিতে ওই নাম্বারে ফোন করলেই তারা পুলিশের সহায়তা পাবেন। কোনো ক্ষেত্রে পুলিশ ফোর্সের প্রয়োজন পড়লে তাও ওই নাম্বারের কল করা জানাতে পারবেন হাসপাতালের আধিকারিকরা। পাশাপাশি,পুরো হাসপাতাল চত্ত্বর সিসি টিভির আওতায় এনে,তা মনিটারিং করবে পুলিশ। এই জন্য হাসপাতালের আউট পোস্টটিকে ঢেলে সাজানো হচ্ছে বলেও জানান তিনি।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/sand-overloaded-5-lorry-seized-by-local-public-and-hand-over-to-police-at-indas/img-20190604-wa0033/" rel="attachment wp-att-5226">

Next Story