জঙ্গলমহল খাতড়া

১৫ই আগস্ট এলেই এই পরিবার সিন্দুক থেকে বের করেন এই দশ হাজার টাকার নোট! আজাদ হিন্দ ব্যাঙ্কের এই নোট দেখে নিন আপনিও।

১৫ই আগস্ট  এলেই এই পরিবার সিন্দুক থেকে বের করেন এই দশ হাজার টাকার নোট! আজাদ হিন্দ ব্যাঙ্কের এই নোট দেখে নিন আপনিও।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : স্বাধীনতা দিবসের দিন হীড়বাঁধের মহান্তী পরিবারে সিন্দুক থেকে বের করা হয় এই দশ হাজার টাকার নোট। আর এই ভাবেই প্রয়াত স্বাধীনতা সংগ্রামী বাবার স্মৃতি তর্পণ করেন তার ছেলে ও নাতিপুঁতিরা। এই দশ হাজার টাকার নোট টি আসলে নেতাজী সুভাষ চন্দ্র বোসের আজাদ হিন্দ ব্যাঙ্কের ছাপানো দশ হাজার টাকার নোট। এই নোট এক সময় ডাক যোগে বাড়ীতে এসেছিল। কিন্তু তা ছেলেরা জানতে পারেন ঘটনার বহু বছর পরে। বাড়ীর জমির মিউটেশন করার সময় জমির দলিলের খোঁজ করতে গিয়ে দলিল রাখার সিন্দুকে মেলে এই আজাদ হিন্দ বাহিনীর দশ হাজার টাকার নোটটি। ছেলেদের আক্ষেপ বাবার জীব্বদশায় তারা ঘুনাক্ষরেও টের পাননি যে তাদের বাবা বিভুতিভূষণ মহান্তী স্বদেশী আন্দোলনে যুক্ত ছিলেন।আর খোদ নেতাজীর ব্যাঙ্কের দশ হাজার টাকার নোট এসে ছিল তাদের বাড়ীতে। স্বাধীনতা সংগ্রামী বাবা আজ নেই তবুও আজকের দিনটা এলেই বাবা কে,মনে পড়ে নুতন করে। মন টানে দলিল,দস্তাবেজ রাখার সিন্ধুক।সেখান থেকে আজাদ হিন্দ বাহিনীর সেই নোট বের করে পরিবারের এর, ওর হাতে, হাতে ঘোরে। আর ও-ই নোটের ছোঁয়া লাগলেই বাবার হাতের স্পর্শ যেন টের পান তারা। এমনি অনুভূতি আজও মিলেছে এই মহান্তি পরিবারে।

এখন হীড়বাঁধে থাকলেও। সেই সময় বিভূতি বাবুর বাসা ছিল ইন্দপুর গ্রামের হিতাষী গ্রামে। তিনি পালাগান গাইতেন। বাড়ী ছেড়ে এখানে,সেখানে পালা গান গেয়েই রুজিরুটি চালাতেন। সেই সময় স্বদেশী আন্দোলনে যুক্ত হন তিনি। পালাকারের আড়ালে গোপনে তিনি চালিয়ে যেতে থাকেন স্বদেশীদের প্রচার। চলে দেশাত্মবোধক গানের প্রসারও। আর ইংরেজদের বিরুদ্ধে জেহাদের লড়াই চালান। কিন্তু বাড়ীর কেও তা টের পাননি। আহাদ হিন্দ বাহিনীর নোট সিন্দুকে মেলার পরই পরিবারের লোকজন জানতে পারেন যে বিভূতি বাবু একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। এমনটাই জানিয়েছেন পুত্র সুনীল মহান্তি। তবে এই নোট আঁকড়েই বাবার স্বাধীনতা আন্দোলনের স্মৃতিকে চির কাল বাঁচিয়ে রাখতে চান মহান্তি পরিবার।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/despite-expiration-the-depositors-do-not-receive-money-protestors-at-the-shaltora-sub-post-office-in-protest/img-20190731-wa0007/" rel="attachment wp-att-5949">

Next Story