ব্রেকিং নিউজ

আবর্জনা মুক্ত শহর গড়তে এবার কোদাল,ঝাঁটা, ঝুড়ি নিয়ে নর্দমা পরিষ্কারে নামলেন ডিএম,এসপি সহ প্রশাসনিক কর্তারা।

আবর্জনা মুক্ত শহর গড়তে এবার কোদাল,ঝাঁটা, ঝুড়ি নিয়ে নর্দমা পরিষ্কারে নামলেন ডিএম,এসপি সহ প্রশাসনিক কর্তারা।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : শহরের পরিবেশ নির্মল রাখতে এবার থেকে প্রতি শনিবার শহর জুড়ে হবে বিশেষ সাফাই অভিযান। আজ তারই সুচনা হল। কোদাল,ঝাঁটা, ঝুড়ি নিয়ে,মুখে মাস্ক বেঁধে আবর্জনা পরিষ্কারে নেমে পড়লেন খোদ জেলাশাসক ও পুলিশ সুপার। তাদের সাথে হাত লাগালেন জিলা পরিষদের সভাধিপতি, বাঁকুড়া পুরসভার পুর প্রধান সহ শহরের বিশিষ্ট নাগরিকরা। আর ছিলেন বিভিন্ন ক্লাব ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। এদিন সাত সকালেই শহরের প্রাণকেন্দ্র মাচানতলা থেকে দুটি দলে ভাগ হয়ে শুরু হয় অভিযান। একটি দল মাচানতলা,মসজিদ গোড়া হয়ে কলেজ মোড় পর্যন্ত আর একটি দল হেড় পোস্ট অফিস থেকে ডি এম অফিস এবং কোর্ট চত্ত্বর পরিষ্কার অভিযান চালায়।জেলা প্রশাসন ও বাঁকুড়া পুরসভা প্লাস্টিক মুক্ত শহর গড়ার ডাক দিলেও কাজের কাজ কিছুই হয়নি তা আজকের সাফাই অভিযানে নর্দমা পরিষ্কার করতে গিয়ে, ভালোভাবেই টের পেলেন জেলা শাসক ও পুলিশ সুপার। নর্দমার নিকাশী ব্যবস্থা শিকেই তুলেছে এই প্লাস্টিকের স্তূপ। তার ওপর পুরসভার নিত্য সাফাইয়ের কাজে ঢিলেমী শহরকে নোংরা রাখার জন্য দায়ী বলে মনে করছেন শহরবাসী। তবে, শহরের হাল ফেরাতে এবার কোমর বেঁধে নেমেছেন জেলা শাসক উমা শঙ্কর এস। প্রতি শনিবার শহরের বিভিন্ন ক্লাব গুলোকে সাথে নিয়ে এই বিশেষ সাফাই অভিযান চালানো হবে বলে জানান তিনি। এর ফলে নির্মল শহর গড়ার পাশাপাশি, নির্মল শহর গড়ার সচেতনতার বার্তাও দেওয়া যাবে শহরবাসীদের।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/demanding-the-return-of-katmani-the-tmc-leaders-staged-protests-in-keshiakole/img-20190623-wa0070_1024x1409/" rel="attachment wp-att-5529">

Next Story