খেলা

এই ফুটবল টুর্নামেন্টে কেন খাঁসি ছাগল পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয? জানতে দেখুন এই 🎦 ভিডিও প্রতিবেদন।

এই ফুটবল টুর্নামেন্টে কেন খাঁসি ছাগল পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয? জানতে দেখুন এই 🎦 ভিডিও প্রতিবেদন।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : এক সময় গ্রামের ফুটবল প্রেমীরা প্রতিযোগিতাকে আকর্ষনীয় করে তুলতে সেরা দলের হাতে পুরস্কার হিসেবে তুলে দিতেন বিশাল মাপের ছাগল। আর বিজয়ী দল সেই ছাগলের মাংস সহ ক্লাবে ভুরি ভোজ সারতেন। আর এটাই ছিল বড়ো আনন্দের বিষয়। সেই সময় বিভিন্ন টুর্নামেন্টে কে কত বেশী ওজনের ছাগল পুরস্কার হিসেবে তুলে দিতে পারে তা নিয়েও আয়োজকদের মধ্যে লড়াই চলত পুরোদমে। আজও সেই পরম্পরা বজায় রেখে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে বাঁকুড়া সদর থানার বনকাটা গ্রামের লক্ষ্মীমাতা স্পোর্টিং ক্লাব। দুই দিন ধরে ১৬ টি দলকে নিয়ে চলে প্রতিযোগিতা। সেমিফাইনালে কোয়ালিফাইং দুই দল কে ৬ কেজি ওজনের খাঁসি ছাগল, আর ফাইনালে উইনার্স দল কে ১২ কেজি ওজনের খাঁসি ছাগল এবং রানার্সআপ ১০ কেজি ওজনের খাঁসি ছাগল পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয়। এই প্রতিযোগিতায় বড়কুড়া বুলেট ইলেভেন ক্লাব ১-০ ব্যবধানে বাঁকুড়ার কালপাথর নেতাজী সংঘ কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।ম্যান অফ দ্যা ম্যাচের শিরোপা পান বুলেট ইলেভেন ক্লাবের গোবিন্দ মুর্মু।

এই খেলায় আগের মতো বিশাল মাপের খাঁসি পুরস্কার হিসেবে না দিতে পারলেও রীতি মেনে খাঁসি ছাগল পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছিল এবারও। উদ্যোক্তাদের দাবী তারা সাধ্য মতো এই রীতি আজও বঝাই রেখেছেন। এবং আগামীদিনে আরো বেশী ওজনের খাঁসি ছাগল পুরস্কার হিসেবে রাখার প্রয়াস চালাবেন তারা।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/outdoor-patients-ticket-fake-date-stamp-scam-at-bsmch/19-28-22-img_20190709_190236-1/" rel="attachment wp-att-6274">

Next Story