কেশরার বিশাল বীর স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল প্রগতি সাব জুনিয়ার ফুটবল কোচিং সেন্টার।
BY Bankura 24x721 Oct 2018 8:48 PM IST
X
Bankura 24x721 Oct 2018 8:48 PM IST
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বিশাল বীর স্মৃতি চ্যাম্পিয়নস ট্রফি ফুটবল প্রতিযোগিতায় আজ ফাইনাল খেলায় কেশরা ফুটবল কোচিং সেন্টার কে ২ -০ গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়নের শিরোপা পেল প্রগতি সাব জুনিয়ার ফুটবল কোচিং সেন্টার।
বাঁকুড়া ২ নাম্বার ব্লকের জুনবেদিয়া অঞ্চলের কেশরা বন দেবী ক্লাবের পরিচালনায় ও কেশরা ফুটবল কোচিং সেন্টারের সহযোগিতায় এই রানিং ফুটবল টুর্নামেন্ট টি চলে প্রায় এক মাস ধরে। মোট আটটি দল প্রতিযোগিতায় অংশ নেয়।
আজ এই টুর্নামেন্টের ফাইনাল খেলাকে কেন্দ্র করে এলাকায় উন্মাদনা ছিল চোখে পড়ায় মতো।খেলা দেখতে মাঠে উপচে পড়েছিল ফুটবল প্রেমী দর্শকদের ভীড়।
আজ এই টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ী ও বিজেতা দলের হাতে ট্রফি তুলে দেন বাঁকুড়ার বিধায়ক শম্পা দরিপা ও জেলা বিদ্যালয় ক্রীড়া সংস্থার কার্যকরী সভাপতি সুব্রত দরিপা।
Next Story