খেলা

সিমলাপালে দেড় লক্ষ টাকার আর্থিক পুরস্কারের ধামাকা ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন শুশুনিয়ার সমু একাদশ।

সিমলাপালে দেড় লক্ষ টাকার আর্থিক পুরস্কারের ধামাকা ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন শুশুনিয়ার সমু একাদশ।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন(অভিজিৎ ঘটক,সিমলাপাল) : ট্রফি নয়! এই ফুটবল প্রতিযোগিতায় নগদ টাকার পুরস্কারই মূল আকর্ষণ।

মোট দেড় লক্ষ টাকার আর্থিক পুরস্কারের এই খেলা ঘিরে সারা জঙ্গল মহল জুড়ে উন্মাদনা ছিল চরমে!জঙ্গল মহলের সিমলাপাল ব্লকের প্রত্যন্ত গ্রাম হাতিবাড়ীর 'বাজরাগাজাড় বান্ডি তয়ো' ক্লাবের উদ্যোগে চারদিনের এই ফুটবল টুর্নামেন্টে মোট ৩২ টি দলকে চারটি গ্রুপে ভাগ করে চলে প্রতিযোগিতাটুর্নামেন্টের ফাইনালে শুশুনিয়া সমু একাদশ ১-০ গোলের ব্যবধানে ইন্দপুর বাংলা এবি একাদশ কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।ফাইনালে চ্যাম্পিয়ান দল কে ৫০ হাজার,রানার্স দলকে ৪০ হাজার টাকা এবং সেমি ফাইনালিস্ট দুটি দলকে ১৬,০০১টাকা ও কোয়াটার ফাইনালিস্ট চারটি দলকে ৭,০০১ টাকা করে আর্থিক পুরস্কার দেওয়া হয়।

Next Story