ওন্দায় দিন- রাতের ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল গঙ্গাজলঘাটির নবগ্রাম ভলিবল টিম।
BY Bankura 24x727 Dec 2018 6:20 AM GMT

X
Bankura 24x727 Dec 2018 6:20 AM GMT
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন :(অভিজিৎ ঘটক,রতনপুর) ওন্দার রতনপুর অঞ্চলের ঘোলকুন্ডা-পেত্যাকানা মেমোরিয়াল ক্লাবের পরিচালনায় অনুষ্ঠিত হয়ে গেল একদিনের ডে-নাইট ভলিবল প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করেন ওন্দার বিধায়ক অরুপ খাঁ।
প্রতিযোগিতায় মোট ষোলোটি দল অংশগ্রহণ করে।
ফাইনালে গঙ্গাজলঘাটির নবগ্রাম ভলিবল টিম ২৫-১৭ ও ২৫-১৫ সেটে সারেঙ্গার জঙ্গলমহল ভলিবল টিম কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
ফাইনালে ম্যান অফ দ্যা ম্যাচের শিরোপা পান নবগ্রাম দলের রাকেশ সিংহ এবং প্রতিযোগিতায় ম্যান অফ দ্যা সিরিজের শিরোপা পান জঙ্গলমহল ভলিবল দলের সুদীপ আইচ।
বুধবার,শীতের দাপটকে উপেক্ষা করে,রাত পর্যন্ত এই ভলিবল প্রতিযোগিতা তারিয়ে,তারিয়ে উপভোগ করতে ছিল উপচে পড়া ভীড়।
Next Story