ব্রেকিং নিউজ

সতীনের সংসারে মজে থাকেন স্বামী, রাগে ছেলে কে সাথে নিয়ে তাকে খুনই করে ফেললেন মিঠু মন্ডল!

সতীনের সংসারে মজে থাকেন স্বামী, রাগে ছেলে কে সাথে নিয়ে তাকে খুনই করে ফেললেন মিঠু মন্ডল!
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : সতীনের সংসারেই মজে থাকেন স্বামী! তাই রাগে ছেলে ও এক আত্মীয়কে সাথে নিয়ে সতীন কে খুনই করে ফেললেন মিঠু মন্ডল নামে এক মহিলা।

মৃত সতীনের নাম মামনি মন্ডল (৩২)।

মিঠু দেবী হলেন পেশায় লরি চালক গঙ্গাজলঘাটির পাপড়ডিহি গ্রামের বাসিন্দা উত্তম মন্ডলের প্রথম পক্ষের স্ত্রী। উত্তম বাবুর স্ত্রী ও ছেলে থাকা স্বত্ত্বেও মামনি দেবীকে দ্বিতীয় বার বিয়ে করেন। এবং মামনি দেবীকে নিয়ে বেলিয়াতোড়ের রাধা বাজারে ভাড়া বাড়ীতে থাকতেন। বুধবার সন্ধ্যায় সেখানেই ছেলে ও এক আত্মীয়কে সাথে নিয়ে সতীন মামনি কে মেরে ও শ্বাসরোধ করে খুন করে বলে অভিযোগ ওঠে প্রথম পক্ষের স্ত্রী মিঠু মন্ডলের বিরুদ্ধে। বুধবার প্রতিবেশীরা ঘটনার টের পেয়ে থানায় খবর দিলে, পুলিশ ওই বাড়ীর বাগানের লেবু গাছের তলায় আশঙ্কাজনক অবস্থায় মামনিকে উদ্ধার করে বেলিয়াতোড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে চিকিৎসাকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পাশাপাশি, ঘটনাস্থল থেকে পুলিশ মিঠু মন্ডল,তার ছেলে অজয় মন্ডল এবং তার এক আত্মীয় গোবিন্দ মন্ডল কে গ্রেপ্তার করে।

আজ তাদের বাঁকুড়া জেলা আদালতে তোলা হলে বিচারক ধৃতদের চার দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন। এদিকে, মামনির মৃতদেহ এদিন বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তে পাঠায় বেলিয়াতোড় থানার পুলিশ।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/what-was-the-reason-behind-the-two-murders-of-magra-find-out/img-20191104-wa0003/" rel="attachment wp-att-7000">

Next Story