মুকুটমণিপুরে আকাশ জুড়ে অদ্ভুত দৃশ্যের পরেই ঝড়ের তান্ডব, ভাঙ্গল ৩০ টি বাড়ী!

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : জেলার খাতড়া মহকুমার মুকুটমণিপুর ড্যামের লাগোয়া নারকোলি গ্রামটি আজ কালবৈশাখীর তান্ডবে লন্ড ভন্ড হয়ে গেল। ঝড়ের আগে মুকুটমণিপুর জলাধার সংলগ্ন এলাকার আকাশ জুড়ে অদ্ভুত দৃশ্য দেখতে পাওয়া যায়। আনেকটা টর্নেডোর সাথে মিল চোখে পড়ে। এর কিছুক্ষ্ণণ পরই শুরুহয় ব্যাপক ঝড় ও শীলা বৃষ্টি।
মুকুটমণিপুর ডিয়ার পার্ক থেকে প্রায় কিমি চারেক দূরে অবস্থিত এই গ্রামে আজ বিকেলে এই ভয়াবহ ঝড় আছড়ে পড়ে। ঝড়ের দাপটে অন্তত ৩০টি বাড়ী ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কিছু বাড়ীর চালা উড়ে গেছে। ভেঙ্গে পড়েছে বৈদ্যুতিক খুঁটিও। ভেঙ্গেছে গাছ পালাও। কয়েক জন আল্প বিস্তর আঘাত পেলেও বড়ো কোনো দূর্ঘটনার খবর নেই বলে জানা গেছে। তবে বাড়ী ভেঙ্গে ভালোমতো ক্ষতির মধ্যে পড়েছেন গ্রামবাসীরা। বাড়ীর ছাদ উড়ে গিয়ে রাত কাটানোই দুষ্কর হয়ে পড়েছে বেশ কিছু পরিবারের। তারা এই অবস্থায় ত্রানের দাবী তুলেছেন।
#দেখুন 🎦 ভিডিও 👇[embed]