জঙ্গলমহল খাতড়া

রাইপুরে বিজেপির বনধ সমর্থকদের বিরুদ্ধে এক আদিবাসী ছাত্রকে মারধরের অভিযোগ। মাথায় চোট পেয়ে হাসপাতালে ভর্তি আহত ছাত্র তারাস হেমব্রম।

রাইপুরে বিজেপির বনধ সমর্থকদের বিরুদ্ধে  এক আদিবাসী ছাত্রকে মারধরের অভিযোগ। মাথায় চোট পেয়ে হাসপাতালে ভর্তি আহত ছাত্র তারাস হেমব্রম।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : ছাত্র মৃত্যুর প্রতিবাদে ডাকা বাংলা বনধের দিন বিজেপি কর্মী, সমর্থকদের হাতে এক আদিবাসী ছাত্রকে স্কুলের মধ্যে বেদম প্রহারের অভিযোগ উঠল। মাথায় চোট পেয়ে গুরুতর জখম অবস্থায় বুধবার মাঝ রাতে বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয় তাকে।

এই ঘটনাকে কেন্দ্র করে রাইপুর ব্লকের মন্ডলকুলি অঞ্চলের আমচূড়া বিবেকানন্দ বিদ্যামন্দিরে উত্তেজনা ছড়ায়।

আহত ছাত্রের নাম তারাস হেমব্রম। সে দ্বাদশ শ্রেণীর ছাত্র।

জানা গেছে,বনধ চলা কালীন স্কুলে নির্মল বাংলার কর্মসূচি চলছিল। সেই সময় বনধ সমর্থকরা স্কুলে চড়াও হয। তখন অফিস ঘরে সাবান নিতে গিয়েছিল তারাস।

অভিযোগ,সেই সময় তারাসের সাথে বনধ সমর্থকদের বচসা বাঁধে। আচমকা বড়ো ডান্ডা দিয়ে তারাসের মাথায় মারা হয়। তারাস লুটিয়ে পড়ে।বিদ্যালয়ের শিক্ষকরা তাকে উদ্বার করে প্রথমে রাইপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। রাতে অবস্থার অবনতি হলে তাকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এবং মাথায় স্ক্যান করার নির্দেশ দেন চিকিৎসকরা। এখন বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলছে।

ঘটনার পর স্কুলের তরফে রাইপুর থানায় অভিযোগও দায়ের করা হয়।

প্রসঙ্গত, এবারই এই প্রথম মন্ডলকুলি পঞ্চায়েত দখল করেছে বিজেপি। তাই, এখানে বিজেপির সাংগঠনিক ক্ষমতা খানিকটা বেড়ে গেছে। ফলে, বনধ সফল করতে এখানে কোমর বেঁধে নেমেছিল বিজেপি। এলাকার কিছু স্কুল তাদের ভয়ে ছুটিও করে দেয়। কিন্তু, এই স্কুলটি তা মেনে না নিয়ে স্কুলে নির্মল বাংলার কর্মসূচি পালন করছিল।

তাই, স্কুলে ঢুকে পরিকল্পিত ভাবে আক্রমণ চালায় বিজেপি বলে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ তোলা হয। যদিও, স্থানীয বিজেপি নেতৃত্ব তৃণমূলের তোলা এই অভিযোগ মিথ্যে বলে পাল্টা দাবী করেছেন।

#দেখুন ভিডিও।[embed]

Next Story