শহরের সিনেমারোডে আত্মঘাতী নবম শ্রেণীর ছাত্র,এলাকায় শোকের ছায়া।

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : এক নবম শ্রেণীর ছাত্রের আত্মঘাতী হওয়ার ঘটনায় শোকের ছায়া নেমে এলো শহরের সিনেমা রোড এলাকায়। এক মাত্র ছেলে কে হারিয়ে শোকে পাথর পরিবারের সদস্যরাও। মৃত ছাত্রের নাম দ্বীপ অধিকারী।সে শহরের খ্রিস্টান কলেজিয়েট(মিশন বয়) স্কুলের ছাত্র।
জানা গেছে,বুধবার রাতে বাড়ীতে ঝুলন্ত অবস্থায় দ্বীপকে উদ্ধার করে সাথে,সাথে বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে,তাকে মৃত বলে ঘোষনা করেন চিকিৎসকরা।
তরতাজা কিশোর দ্বীপ কেন এমন কান্ড করে বসল তা বুঝে উঠতে পারছেন না তার মা,বাবা,এবং পাড়া প্রতিবেশীরাও। স্কুলে এনসিসি ক্যাডেট হিসেবে খ্যাতি ছিল তার। পড়াশোনার পাশাপাশি,খেলাতেও ঝোঁক ছিল দ্বীপের।
আজ মৃত ছাত্রের বাড়ীতে সমবেদনা জানাতে হাজির হন স্কুলের শিক্ষকরা। সিনেমা রোড জুড়েও প্রতিবেশীদের মধ্যেও শোকের ছায়া।
পুলিশ এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে বলে সদর থানা সূত্রে জানানো হয়েছে।