জঙ্গলমহল খাতড়া

নিজেদের পছন্দের শিক্ষকদের কাছে, প্রাইভেট টিউশন পড়ার অধিকার রক্ষার দাবীতে, এবার রাইপুরে পথ অবরোধ করে বিক্ষোভ পড়ুয়াদের।

নিজেদের পছন্দের শিক্ষকদের কাছে, প্রাইভেট টিউশন পড়ার অধিকার রক্ষার দাবীতে, এবার রাইপুরে পথ অবরোধ করে বিক্ষোভ পড়ুয়াদের।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : এবার নিজেদের পছন্দ মতো শিক্ষক, শিক্ষিকাদের কাছে প্রাইভেট টিউশন পড়ার অধিকার রক্ষার দাবীতে জঙ্গল মহলের রাইপুরের সবুজ বাজারে পথ অবরোধে সামিল হল পড়ুয়ারা।শিক্ষা আমাদের অধিকার প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় বসে পড়ে পথ অবরোধ করে পড়ুয়ার দল।

প্রসঙ্গত,সম্প্রতি, জেলা বিদ্যালয় পরিদর্শক জঙ্গল মহলের কয়েকটি সরকারি স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশন পড়ানোর অভিযোগ পেয়ে সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষকদের কাছে রিপোর্ট চেয়ে পাঠান।এবং ওই সকল শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ঘোষনা করায় টনক নড়ে ওই সকল শিক্ষকদের। ফলে, তারা প্রাইভেট টিউশন পড়াবেন না বলে স্থির করেন।

এর পরই পড়ুয়ারা নিজেরা সমস্যায় পড়ার আশঙ্কায় আজ নিজেদের পছন্দ মতো শিক্ষকদের কাছে প্রাইভেট টিউশন পড়ার দাবী তুলে অর্থাৎ স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশন পড়ানোর বিরুদ্ধে জেলার বিদ্যালয় পরিদর্শকের দপ্তর থেকে ব্যবস্থা নেওয়া বা শাস্তির কোপের হাত থেকে ওই শিক্ষকদের রেহাই দিতে এই পথ অবরোধ করে পড়ুয়াদের বিক্ষোভ কর্মসূচি বলে মনে করা হচ্ছে।

এমন কি স্থানীয় অনেকের দাবী কঁচিকাচাদের এভাবে আন্দোলনমুখী করে তোলার পিছনে এক শ্রেণীর শিক্ষকের মদত রয়েছে।

Next Story