জঙ্গলমহল খাতড়া

জঙ্গল মহলে গঠিত হল ক্ষুদেদের মন্ত্রী সভা! বিস্তারিত জানতে পড়ুন এই প্রতিবেদন।

জঙ্গল মহলে গঠিত হল ক্ষুদেদের মন্ত্রী সভা!  বিস্তারিত জানতে পড়ুন এই প্রতিবেদন।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : জঙ্গল মহলের রাইপুরে গঠন হয়ে গেল ক্ষুদেদের মন্ত্রী সভা!

প্রধানমন্ত্রী,খাদ্য মন্ত্রী,পরিবেশ মন্ত্রী,সাংস্কৃতিক মন্ত্রী,স্বাস্থ্য মন্ত্রী,শ্রেণী মন্ত্রীরা শপথও নিল মহা সমারোহে। রাইপুর চক্রের চাতরি নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের প্রথা মেনে নুতন শিক্ষাবর্ষের জন্য গঠন করা হল এই মন্ত্রী সভা।

ব্যলট নয়,হাত তুলে ভোট দিয়েই নিজের পছন্দমতো মন্ত্রী নির্বাচন সারল পড়ুয়ারা।

রাইপুর চক্রের এই বিদ্যালয়ের ৯০y%পড়ুয়া আদিবাসী সম্প্রদায়ের। এখানে অলচিকিও পড়ানো হয়।

জঙ্গল মহলের এই জুনিয়ার বেসিক স্কুলটি ২০১২ সালে নির্নল বিদ্যালয়ের শিরোপা পায়।এখন এখানে পড়ে ১৫৬ জন পড়ুয়া। আছেন ৬জন শিক্ষল, শিক্ষিকা। প্রধান শিক্ষক উত্তম মন্ডল জানালেন,এই শিশু সংসদ বা ক্ষুদেদের মন্ত্রী সভার জন্য পড়ুয়ারা নিজেরা মন্ত্রী নির্বাচন করে।

নির্বাচিত মন্ত্রীরা স্কুলের বিভিন্ন কাজ তাদের দপ্তর অনুযায়ী ভাগ করে নিয়ে সুষ্ঠুভাবে করে। যেমন,খাদ্য মন্ত্রী মিড মিলের দেখাশোনা,খাবার মেনু পছন্দ এসব করে।আবার স্বাস্থ্য মন্ত্রী রোজ শরীরের হালহকিকত জেনে নেয় সহপাঠীদের কাছ থেকে।আর প্রধান মন্ত্রী সব দপ্তরের মন্ত্রীদের সাথে সমন্বয় রক্ষা করে কাজ করে। নিছক প্রতীকী বলে, সকলের আপাত দৃষ্টিতে, মনে হলেও এই মন্ত্রী সভার অভিজ্ঞতা বড়ো হয়ে তারা প্রয়েগ করে অনেক অসাধ্য সাধন নিমেষে করে ফেলার সামর্থ্য অর্জন করবে।

#দেখুন ভিডিও।[embed]

Next Story