পুলওয়ামা হামলার শহীদ জওয়ানদের শ্রদ্ধাঞ্জলি চলাকালীন ছাত্র সংঘর্ষ, উত্তেজনা পিআরএমএস কলেজে।

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন :পুলওয়ামা হামলায় নিহত শহীদ জওয়ানদের স্মৃতিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন অনুষ্ঠান চলাকালীন কলেজ ক্যাম্পাসে ছাত্র সংঘর্ষকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল জেলার জঙ্গল মহলের পন্ডিত রঘুনাথ মুর্মু স্মৃতি মহাবিদ্যালয়ে।এই ঘটনায় কলেজের এবিভিপি সমর্থকদের অভিযোগ, তৃণমূল ছাত্র পরিষদের গুণ্ডারা তাদের ওপর আচমকা চড়াও হয়ে মারধর করে। এবং উপস্থিত ছাত্ররা রুখে দাঁড়ালে হামলাকারীরা পিছুহটে। এবিভিপি কার্যকর্তা প্রণব মাহাত জানান,তারা এই শহীদ দিবসের অনুষ্ঠানের কলেজ কতৃপক্ষের অনুমতিও নেন।তা স্বত্বেও তাদের ওপর হামলা হল। আজকের এই ঘটনার জন্য কলেজের সকল ছাত্রছাত্রীদের পক্ষ থেকে কলেজের নিরাপত্তা আরো জোরদার করার পাশাপাশি,পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করা হয়েছে। এদিকে, পুলিশ জানিয়েছে, কলেজে একটু উত্তেজনার সৃষ্টি হলে পুলিশ গিয়ে তা নিয়ন্ত্রণে আনে এবং পরিস্থিতি এখন স্বাভাবিক বলে জানা গেছে। যদিও, তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এবিভিপির তোলা অভিযোগ ভিত্তিহীন বলে পাল্টা দাবী করা হয়েছে।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]