জঙ্গলমহল খাতড়া

"আমি প্রার্থী বলেই, বাঁকুড়ায় প্রার্থী দেয়নি কংগ্রেস"- দাবী সুব্রতর,দাবীর নেপথ্যে গোপন বোঝাপড়ার প্রশ্ন তুললেন অমিয়।

আমি প্রার্থী বলেই, বাঁকুড়ায় প্রার্থী দেয়নি কংগ্রেস- দাবী সুব্রতর,দাবীর নেপথ্যে গোপন বোঝাপড়ার প্রশ্ন তুললেন অমিয়।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : "আমি প্রার্থী হয়েছি জেনেই বাঁকুড়ার আসনে প্রার্থী দেয়নি জাতীয় কংগ্রেস "-আজ দুপুরে জেলার জঙ্গল মহলের রানীবাঁধে দলীয় কর্মী সভায়, মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই দাবি করলেন বাঁকুড়া লোকসভা আসনের তৃণমূল প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়। পাশাপাশি, এই আসনে তার মূল লড়াই যে বিজেপির সাথেই হবে সেই ইঙ্গিতও এদিন দেন তিনি। সিপিএমের প্রার্থী আমিয় পাত্র কে কটাক্ষ করে সুব্রত বাবু বলেন,বাম প্রার্থী এখানে তৃতীয়, চতুর্থ, পঞ্চম হওয়ার জন্য ভোটে লড়ছে। আর বিজেপি এখনও প্রার্থীই ঘোষনা করতে পারেনি। তাই প্রথম রাউন্ডের প্রচারে সুব্রত বাবু বিরোধীদের থেকে অনেক খানি এগিয়ে রয়েছেন বলে, দাবি করেন। আজ প্রথমে খাতড়ার অম্বিকা দেবীর মন্দিরে সস্ত্রীক পূজো দিয়ে জঙ্গল মহলে ভোট প্রচার শুরু করেন। তার পর রানীবাঁধে কর্মী সভা ও রোড শোতে অংশ নেন। বিকেলে খাতড়াতেও কর্মী সভা করেন। আন্যদিকে সুব্রত বাবুর দাবী প্রসঙ্গে বাম প্রার্থী আমিয় পাত্র প্রতিক্রিয়ায় জানান,কংগ্রেসের এই আসনে প্রার্থী না দেওয়া ওনার সাথে কংগ্রেসের গোপন বোঝাপড়ার ফল হতেও পারে। কারণ প্রথমে উনি কংগ্রেসে ছিলেন,তার পর তৃণমূল ও কংগ্রেস।হয়েছিলেন এখন আবার তৃণমূলে আছেন। তবে বামেরা এই আসনে তৃণমূলের মূল প্রতিপক্ষ এমন কি আসন জয়ের জায়গা তৈরি করে ফেলেছে তা টের পেয়ে এখন সুব্রত বাবু উল্টো পালটা বলে মানুষ কে বিভ্রান্ত করতে চাইছেন।পাশাপাশি, বিজেপির জেলা সভাপতি, বিবেকানন্দ পাত্র দাবি করেন বিজেপির কাছে প্রার্থী বড়ো নয়, প্রতীকই আসল।আমরা সুব্রত বাবু কে বলে প্রচার করব না।আমরা আমাদের প্রচার জেলা জুড়ে ঠিক চালিয়ে যাচ্ছি।

#দেখুন 🎦ভিডিও 👇[embed]

Next Story