কোনো প্ল্যানিং ছিল না, তবুও কেন বাঁকুড়ায় প্রার্থী হলেন সুব্রত মুখোপাধ্যায়? শুনে নিন তার মুখ থেকেই।
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বাঁকুড়ায় ভোটের লড়াইয়ে নুতন নন।তবে,এবার বাঁকুড়াতে দাঁড়ানোর কোনো প্ল্যানিংও ছিল না! কিন্তু শেষ পর্যন্ত নামতেই হল বাঁকুড়ায় ভোটের লড়াইয়ে! কী এমন ঘটল যে শারীরিক অসুস্থতাকে উপেক্ষা করে রাজী হয়ে গেলেন? সেটাই আজ কর্মী সভায় নিজেই খোলসা করলেন বাঁকুড়া লোকসভার তৃণমূল প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়। তিনি বলেন বাঁকুড়ার দলীয় পর্যবেক্ষক আভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই তিনি আরও একবার বাঁকুড়ার ভোটের লড়াইয়ে সামিল হলেন। আর এবারের লড়াইয়ে যে বিরোধীদের বড়ো চ্যালেঞ্জের মুখে ফেলবেন তা প্রচারের প্রথম দিনই প্রমাণ রাখলেন। শহরের মন্দির,মসজিদ ও গীর্জায় প্রার্থনা করে প্রচার শুরু করে বিরোধীদের টেক্কা দিলেন প্রথম দফায়! আন্যদিকে,এবার শেষ অবধি বাম -কংগ্রেসে জোট ভেস্তে যাওয়ার পথে।ফলে চতুর্মুখী লড়াই দেখার সম্ভাবনা রয়েছে ষোলোয়ানাই তা বলাই বাহুল্য।
#দেখুন 🎦 ভিডিও 👇[embed]