নজরে ভোট

বাঁকুড়া থেকে এবার জিতেই ফিরব : দাবী সুব্রতর।

বাঁকুড়া থেকে এবার জিতেই ফিরব : দাবী সুব্রতর।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন: "বাঁকুড়া থেকে এবার জিতেই ফিরব।"–এমনটাই দাবী করলেন বাঁকুড়া লোকসভার তৃণমূল প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়। তার কারণও বাতলেছেন তিনি। তার মতে,এখনকার পরিস্থিতি একেবারে আলাদা। সরকারের কাজ, আর মন্ত্রী হিসেবে তার দপ্তরের উন্নয়নমুখী কাজের খতিয়ান দেখেই মানুষ ভোট দেবেন। মা,মাটি,মানুষের সরকারের কাজের এই খতিয়ান তুলে ধরেই নির্বাচনে বাজীমাত করতে চান এই বর্ষীয়ান নেতা।তিনি বলেন, বাঁকুড়াতে তো জিতবই,সারা বাংলাতেও ৪২-৪২ নিশ্চিত।

প্রসঙ্গত,২০০৯ সালে তৃণমূল ও জাতীয় কংগ্রেসের জোট প্রার্থী হিসেব বাঁকুড়া আসনে লড়াই করে সিপিএম প্রার্থী বাসুদেব আচারিয়ার কাছে পরাজিত হন সুব্রত বাবু। তবে,এবার আর এমটা হবেনা বলে আত্মবিশ্বাসী তিনি।বাঁকুড়ার জন্য তার হাতেই চালু হওয়া ১১০০ কোটি টাকার পানীয় জল প্রকল্প এবারের ভোটে সুব্রত বাবুর প্রচারের মূল হাতিয়ার।একে কাজে লাগিয়েই বিরোধী শিবির কে কুপোকাত করার কৌশলও নিয়ে ফেলেছেন তিনি। অন্যদিকে, প্রার্থী পদ ঘোষণার পর,পরই শহর জুড়ে সুব্রত বাবুর সমর্থনে দেওয়াল লিখন শুরু হয়ে গেছে জোর কদমে।এখনও বিরোধী দল প্রার্থী পদ ঘোষণা করেনি।তাই সুব্রত বাবুর মতো হেভী ওয়েট প্রার্থীর বিরুদ্ধে বিজেপি ও বামেরা কাকে প্রার্থী করে সেই দিকেও নজর রয়েছে সবার!

#দেখুন 🎦ভিডিও👇[embed] href="https://www.bankura24x7.com/shaping-light-lets-2d-microscopes-capture-4d-data-by-bankuras-chayan-dutta/img-20190222-wa0013/" rel="attachment wp-att-3698">

Next Story