ভোটে জিতলে মেজিয়াতে দূষণ নিয়ন্ত্রণ ও নুতন শিল্প স্থাপনের আশ্বাস সুব্রতর।
BY Bankura 24x71 April 2019 4:48 PM IST

X
Bankura 24x71 April 2019 4:48 PM IST
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : ভোট প্রচারে গিয়ে মেজিয়া শিল্পাঞ্চলের স্পঞ্জ আয়রন কারখানার দূষণ নিয়ন্ত্রণের পাশাপাশি এই শিল্পাঞ্চলে সরকারি ও বেসরকারি লগ্নিতে নুতন শিল্প স্থাপনের আশ্বাস দিলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়।
তিনি সাংবাদিকদের বলেন ভোটে জিতলে এই এলাকার দূষণ সমস্যা হটানোর পাশাপাশি,নুতন শিল্পও আনবেন।
এদিন মেজিয়াতে রোড শোও করেন সুব্রত মুখোপাধ্যায়। রোড শোতে রোদ্দুর কে উপেক্ষা করেও মানুষের ভীড় ছিল উপচে পড়া।
#দেখুন 🎦ভিডিও 👇[embed]
Next Story