জঙ্গলমহল খাতড়া

মোবাইলে নেট সংযোগ পেতে, নিমগাছের মগডালে মাচা বেঁধে ডাব্লুবিসিএসের অভিনব ভার্চুয়াল কোচিং সুব্রতর।

মোবাইলে নেট সংযোগ পেতে, নিমগাছের মগডালে মাচা বেঁধে ডাব্লুবিসিএসের অভিনব ভার্চুয়াল কোচিং সুব্রতর।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : লকডাউনে কর্মস্থল কলকাতা থেকে বাঁকুড়ার ইন্দপুর ব্লকের আহন্দা গ্রামে নিজের বাড়ী ফিরে ছিলেন সুব্রত বাবু। কিন্তু বাড়ী ফিরেও যে তার ঘরে বাস শিকেয় উঠবে! তা তিনি স্বপনেও ভাবতে পারেন নি। এখন দিনের আট থেকে ন'ঘন্টা তাকে কাটাতে হচ্ছে বাড়ীর বাইরে। তাও আবার নিম গাছের মগডালে বাঁধা মাচার ওপরে! কেন এই হাল? প্রশ্ন জাগছে নিশ্চই? আসলে ইতিহাসের শিক্ষক সুব্রত পতি কলকাতার নামকরা চাকুরী প্রার্থীদের প্রশিক্ষণ সংস্থা রাইসের ডাব্লুবিসিএসের ইতিহাস কোচিংয়ের দায়িত্বে ছিলেন। লকডাউনে কোচিং সেন্টার বন্ধ হয়ে যায়। কিন্তু প্রার্থীদের কথা ভেবে সংস্থা অনলাইনে কোচিং চালু করে দেয়। আর প্রশিক্ষকদের এতে অংশ নেওয়াও বাধ্যতামূলক করা হয়।

এদিকে, সুব্রত বাবুর বাড়ীতে মোবাইলের টাওয়ার না মেলায় তিনি সমস্যায় পড়েন। উপায় খুঁজতে গিয়ে প্রতিবেশীদের কাছে জানতে পারেন, গ্রামের ফাঁকা তরমুজ জমির পাশে নিমগাছের ওপর চড়লেই না কি টাওয়ার মেলে জবরদস্ত। তাই শেষ পর্যন্ত নেট সংযোগের জন্য এই নিমগাছের ডালেই মাচা বেঁধে রোজ তিনি সকাল সাড়ে নটা থেকে বিকেল পৌনেছটা পর্যন্ত ইতিহাসের অনলাইন ক্লাস নিচ্ছেন তিনি। এর জন্য সকালেই টিফিন ক্যারিয়ার ভর্তিখাবার, বোতল ভর্তি পানীয় জল, নোটস,বই ও কাগজপত্র নিয়ে গাছেই ডেরা বাঁধছেন সুব্রত বাবু। ক্লাস সেরে বাড়ী ফিরছেন সেই সন্ধ্যে বেলায়।

তার সাফ জবাব, পরীক্ষা প্রার্থীদের কথা ভেবে এই ক্লাস তিনি চালিয়ে যাবেন। আর যেহেতু মগডালে তিনি বসে থাকছেন, তাই সামাজিক দুরত্ব নিয়ে কড়াকড়ি বা করোনা নিয়েও কোন আতঙ্কেরও বালাই নেই। আর পড়ুয়ারাও তার এই উদ্যোগের কথা জেনে আরও অনুপ্রাণিত হচ্ছেন।

গ্রামের ছেলের এই অভিনব উদ্যোগকে স্বাগত জানিয়েছেন গ্রামবাসীরাও।তারাও নানা ভাবে সহযোগিতা করছেন সুব্রত বাবুকে।

রাজ্যের ভবিষ্যতের আমলা তৈরিতে,

লকডাউনের মধ্যে সুব্রত বাবুর এই অভিনব নিমগাছের মগডালে মাচাবেঁধে অনলাইনে ইতিহাসের পাঠদান, একদিন বাংলার লকডাউনের ইতিহাসের পাতায় ঠাঁই যে পাবেই তা বলাই বাহুল্য।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/bloody-bodies-recovered-at-village-adjoining-field-in-simalapal-sdpo-of-khatara-started-investigation/img-20200311-wa0045/" rel="attachment wp-att-8342">

Next Story