নজরে ভোট

রাজ্যে বাম - কংগ্রেসে জোটের "জট " -খুলতে পারে? ইঙ্গিত সূর্যের। #দেখুন 🎦 ভিডিও।

রাজ্যে বাম - কংগ্রেসে জোটের জট  -খুলতে পারে?  ইঙ্গিত সূর্যের। #দেখুন 🎦 ভিডিও।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : রাজ্যে বাম - কংগ্রেস জোটের জিয়ন কাঠি হতে পারে রাজ্যের ছয়টি আসন? শেষ মূহুর্তে বামেরা কংগ্রেসের জেতা চার আসনে প্রার্থী না দিয়ে জোটের আবহ তৈরিতে মরিয়া চেষ্টা চালাবে বলে আজ বাঁকুড়ায় সাংবাদিক বৈঠকে ইঙ্গিত দিলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। তবে সে ক্ষেত্রে, কংগ্রেসকেও বামেদের গত বারে জেতা দুই আসনে প্রার্থী তুলে নিতে হবে। কংগ্রেসের প্রার্থী তালিকা। এই জোটের জট কাটতে এখন এই ছয় আসনেই থমকে আছে বলে রাজ্যের রাজনৈতিক মহল মনে করছে। এমনকি এও ভাবা হচ্ছে যে,এই ছয় আসনে আসন রফা সফল হলে মনোনয়ন প্রত্যাহারের সময় পর্যন্ত সার্বিক জোটের পথ শেষ বারের মতো প্রসস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে? সূর্য বাবুও সেই সম্ভাবনার ইঙ্গিতও দিয়েছেন। তার দাবী,রাজ্যে তৃণমূল ও বিজেপি বিরোধী ভোট একত্রিত করতেই এই প্রয়াস। তবে, ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর সুরে এই জোট ভেস্তে দেওয়ার পেছনে টাকার খেলার প্রসঙ্গ তুলে বিতর্ক উসকে দিয়েছেন তিনিও। আন্যদিকে, রাজ্যা বাম- কংগ্রেস জোটের ইতিহাসে চোখ রাখলে দেখা যাচ্ছে,

২০১৬ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস ও সিপিএমে আসন রফার সূত্র মেনে কংগ্রেস ২৯৪ আসনের মধ্যে ৯২ টি আসনে এবং সিপিএম ১৪৮টি আসনে লড়াই করে। অন্যদিকে,অন্যান বামপন্থী দল ৫৪ টি আসনে প্রার্থী দিয়েছিল। সিপিএম ২৬ টি আসন এবং কংগ্রেস ৪৪টি আসনে জয়ী হয়। কমিউনিস্ট পার্টির ঝুলিতে প্রায় ২০% ভোট ও কংগ্রেস প্রায় ১৩% ভোট শেয়ারে ভাগ বসিয়েছিল।

কিন্তু ২০১৪ সালের পশ্চিমবঙ্গে লোকসভা তথা সংসদীয় নির্বাচনে ফলাফল ছিল সম্পূর্ণ ভিন্ন বামফ্রন্ট কেবলমাত্র রায়গঞ্জ ও মুর্শিদাবাদ এই ২ আসনে জেতে।তবে, তারা প্রায় ৩০%ভোট পেয়েছিল অথচ, কংগ্রেস মাত্র ১০%ভোট পেয়ে রাজ্যে মালদহ উত্তর ও দক্ষিণ, বহরমপুর এবং জঙ্গীপুর এই চারটি আসন দখল করে ।এবার বামেদের জেতা রায়গঞ্জ আসনে দীপা দাস মুন্সী ও মুর্শিদাবাদে আবু হেনাকে কংগ্রেস প্রার্থী ঘোষনা করায় রাজ্যে বাম-কংগ্রেস জোটে জট পাকিয়ে যায়। এখন, শেষ পর্যন্ত জোটের জট কাটে কিনা সেই দিকেই তাকিয়ে রয়েছে গোটা বাংলা।

#দেখুন 🎦 ভিডিও👇[embed] href="https://www.bankura24x7.com/suryakanta-reaction-on-congress-and-lf-alliance/sketch-1550851112773-2/" rel="attachment wp-att-4121">

Next Story