ব্রেকিং নিউজ

শুশুনিয়াতে নলকূপ খুঁড়তেই সৃষ্টি অভিনব জলের ঝর্ণা! #দেখুন🎦ভিডিও।

শুশুনিয়াতে নলকূপ খুঁড়তেই সৃষ্টি  অভিনব জলের ঝর্ণা! #দেখুন🎦ভিডিও।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : শুশুনিয়ায় নলকূপ খুঁড়তে গিয়ে জলের ঝর্ণা বয়ে গেল! আর, এই ঘটনা এলাকায় চাউর হতেই ভীড় জমালেন উৎসাহী মানুষ জন।

স্থানীয় গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে পানীয় জলের সমস্যা মেটাতে নুতন এই নলকূপটি খুঁড়তে গিয়েই এমন কান্ড ঘটে! স্বয়ংক্রিয় ভাবে নলকূপের পাইপ বেয়ে উপচে পড়তে থাকে জলের ফোয়ারা!

প্রসঙ্গত, শুশুনিয়া পাহাড়ের বাঘের মুখ থেকে অবিরত ঝর্নার জলে গড়িয়ে আসছে যুগ যুগান্ত ধরে। এই ঝর্ণার মতো নলকূপের খননে, একই ভাবে জলের ঝর্না ধারার সৃষ্টি হয়েছে বলে গ্রামবাসীরা মনে করছেন।যদিও বিশেষজ্ঞদের দাবী,এটা কোনো আশ্চর্য ঘটনা নয়! এমন ঘটনা আকছার ঘটে। জলের লেয়ার ভালো থাকায় এই ধরনের অটো ফ্লো হচ্ছে।

তবে,যুক্তি,বিজ্ঞান যাই বলুক না কেন?মানুষ এই বারি ধারা চাক্ষুষ করতে দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন।তারা বলছেন নলকূপ নয়! এ হলো শুশুনিয়ার "নতুন বারি ধারা"।অনেকে এই "জল ধারা"- কে ঘিরে আরও একটি প্রাকৃতিক ঝর্নার স্বীকৃতিরও দাবী তুলছেন।

#দেখুন 🎦ভিডিও👇[embed]

Next Story