"সিপিএমের হার্মাদরাই এখন বিজেপির জল্লাদ!"- পাবড়ার সভায়, এমনটাই দাবী শুভেন্দুর।
BY Bankura 24x71 Jun 2019 6:23 PM GMT
X
Bankura 24x71 Jun 2019 6:23 PM GMT
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : "সিপিএমের প্রাক্তন হার্মাদরা এখন গেরুয়া বসনে বিজেপির জল্লাদ হয়ে তৃণমূল কে খুন করছে।" আজ জেলার শালতোড়ার পাবড়ায় তৃণমূলের প্রাক্তন প্রধান কাজল মন্ডলের খুনের প্রতিবাদে ডাকা সভায় বক্তব্য রাখতে গিয়ে, এই অভিযোগ তুলে সরব হলেন তৃনমুল নেতা শুভেন্দু অধিকারী। তিনি এদিন বলেন, দলের কেও আক্রান্ত হলে আমরা ঠান্ডা ঘরে বসে থাকব না,বরং তাদের পাশে এসে দাঁড়াব।পাশাপাশি, জুন মাসের মধ্যেই নিহত কাজলের মন্ডলের স্ত্রীকে সরকারী চাকরি দেওয়ার কথাও তিনি এই প্রতিবাদ সভার মঞ্চ থেকে ঘোষণা করেন।
#দেখুন 🎦 ভিডিও।👇[embed]
Next Story