জঙ্গলমহল খাতড়া

এক পলকে দেখে নিন বাঁকুড়া জেলার দশ দিকের দশ বাছাই খবরের তাজা আপডেট।

এক পলকে দেখে নিন বাঁকুড়া জেলার দশ দিকের দশ বাছাই খবরের তাজা আপডেট।
X

এক পলকে দেখে নিন বাঁকুড়া জেলার দশ দিকের দশ বাছাই খবরের তাজা আপডেট।

(১) আজ জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার। অর্থাৎ জয় মঙ্গলবার ব্রতের শেষ দিন। তাই জেলার মন্দিরে,মন্দিরে পরিবার ও প্রিয়জনদের মঙ্গল কামনায় কুমারী ও গৃহবধূদের পুজো দেওয়ার ভীড় উপচে পড়ল। শহরের বড়ো কালী মন্দির,রামপুর ছোটো কালী মন্দিরে সকাল থেকেই পুজো দিতে আসেন পূণ্যার্থীরা।

(২) আজ সারা রাজ্যের সাথে জেলার বিজেপি কর্মী সমর্থকরাও অংশ নিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ভার্চুয়াল জনসভায়। নিজেদের মোবাইলে যেমন অনেকেই বাড়ীতে বসে এই সম্পর্ক সভা দেখেন, পাশাপাশি জেলার দলীয় অফিস গুলিতেও টিভি লাগিয়ে, সামাজিক দূরত্ব বজায় রেখে, এই সভা দেখানোর আয়োজন ছিল। সেখানে কর্মীদের পাশাপাশি, দলের কার্যকর্তারাও উপস্থিত ছিলেন।

(৩) পশ্চিম মেদিনীপুর থেকে বিষ্ণুপুরে ঢুকে পড়া হাতির পাল এবার হানা দিক সোনামুখীর জঙ্গলে। তাদের গতিবিধির ওপর নজর রাখছে বন দপ্তর।প্রসঙ্গত, গড়বেতা রেঞ্জ থেকে ২২ টি হাতি সোমবার ভোরে বাঁকাদহ হয়ে বিষ্ণুপুরে ঢুকে পড়ে। হাতির পাল বাসুদেবপুর বিটের গড়ুরবাসার জঙ্গলে ঘাঁটি গাড়ার পর, আজ সোনামুখীর জঙ্গলে গিয়ে ঢুকে পড়ে বলে জানিয়েছে বন দপ্তর।

(৪) ওভার লোডিং বালিবাহী লরির ধাক্কায় তিন পথচারীর আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সোমবার রাতে উত্তেজনা ছড়ায় জেলার কোতুলপুরের খুনডাঙ্গায়। গ্রামবাসীরা অভার লোডিং বালইবাহী লরির চলাচল বন্ধের দাবীতে রাতভর পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। এদিকে, আহত তিনজন কোতুলপুর ব্লক হাসপাতালে ভর্তি আছেন। তাদের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

(৫) জেলায় করোনা আক্রান্তের সংখ্যা এক ধাক্কায় ২৫ জন বেড়ে গেল। ফলে জেলায় মোট আক্রান্ত হলেন ১৪০ জন। তাদের মধ্যে ৪৩ জন সুস্থ হয়ে ইতিমধ্যেই বাড়ী ফিরেছেন। আর জেলায় সক্রিয় আক্রান্ত রয়েছেন ৯৭ জন। এই হিসেব ৭ জুনের নিরিখে ৮ জুনের স্বাস্থ্য দপ্তরের কোভিড বুলেটিনে জানানো হয়েছে।

(৬) ধীরে,ধীরে ছন্দে ফিরছে জেলা। সোমবার থেকে অফিস খুলে যাওয়ায় জেলার বিভিন্ন দপ্তরে কাজ শুরু হয়ে গেছে পুরোদমে। তবে, প্রতিটি অফিসে আধিকারিক থেকে কর্মী সকলকে করোনা সতর্কতা বিধি মেনে কাজ করার নির্দেশ জারি করা হয়েছে বলে জানান জেলাশাসক এস, অরুণ প্রসাদ।

(৭)আমফানে ক্ষতিগ্রস্ত জেলার পান চাষীদের ক্ষতিপূরণ মিলল।পাশাপাশি, আমফানে ভেঙ্গেপড়া,বাড়ীর জন্যও কুড়ি হাজার করে ক্ষতিপূরণ পেলেন প্রায় দেড় হাজার মানুষ৷ পান চাষীরা পেলেন পাঁচ হাজার টাকা করে ক্ষতি পূরণ। তবে একশ দিনের কাজের মাধ্যমে এই ক্ষতির টাকায় কাজে লাগালে আরও অতিরিক্ত টাকা ক্ষতিপূরণ হিসেবে পেতে পারেন বলে জানান জেলাশাসক এস,আরুণ প্রসাদ।

(৮) করোনা পরিস্থিতিতে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসক,নার্স, ব্ল্যাড ব্যাঙ্ক কর্মী,স্বাস্থ্য কর্মী, এম্বুলেন্স চালক এবং হাসপাতাল সুপারের চিকিৎসা পরিষেবা প্রদানে আসামান্য অবদানের জন্য, তাদের প্রত্যেককে, সম্মান জ্ঞাপন করলেন এবিপিটিএর বড়জোড়া সার্কেলের শিক্ষকরা। পাশাপাশি মাস্ক, ফুলের তোড়া ও কিছু সামগ্রীও তুলে দেওয়া হয় প্রত্যেকের হাতে।

(৯) লকডাউনের মধ্যেই জেলায় দলবদলের হিড়িক অব্যাহত। এবার প্রায় ১২oটি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে ভীড়লেন। সোনামুখী ব্লকের রাধামোহনপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। তৃণমূল নেতা রাজীব ঘোষাল এই পরিবারের সদস্যদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দিয়ে আনুষ্ঠানিক ভাবে তাদের যোগদান করান।

(১০) প্রতি বুথে ১০০ দিনের কাজ চালু করা,সব জব কার্ড হোল্ডারদের কাজ সুনিশ্চিত করা,পরিযায়ী শ্রমিকদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টারে সরকারি ব্যবস্থায় খাবার ও সুচিকিৎসা সহ স্থানীয় একগুচ্ছ দাবীতে বড়জোড়া গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন দিল সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়নের বড়জোড়া আঞ্চল কমিটি।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/fever-word-exclusive-update/img-20200427-wa0013/" rel="attachment wp-att-9015">

Next Story