এক পলকে দেখে নিন জেলার দশ দিকের দশ গুরুত্বপূর্ণ খবরাখবরের তাজা আপডেট।

এক পলকে দেখে নিন জেলার গুরুত্বপূর্ণ খবরাখবরের তাজা আপডেট।
(১) ভালো খবর। জেলায় ১২ ই জুন একলপ্তে সেরে উঠলেন ৪৪ জন। যা, জেলার ক্ষেত্রে রেকর্ড। ফলে করোনা আক্রান্ত রোগীর সেরে ওঠার সংখ্যাও এক দিনেই প্রায় ডবল হয়ে গেল। কদিন ধরে এই সংখ্যা ৪৩ আটকে ছিল। আজ তা আমুল বদলে গেল। তবে এরই মধ্যে ১২ই জুন নুতন করে আক্রান্ত হয়েছেন ৩ জন। এবং জেলায় মোট আক্রান্ত ১৭৯ জন। যাদের মধ্যে সক্রিয় কোভিড আক্রান্তের সংখ্যা হল ৯২ জন। এবং জেলায় এপর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর কোন ঘটনা ঘটেনি জেলায়।
(২) রাজ্যের শাসক দল তৃণমূলের সাংবাদিক বৈঠক করে বিজেপির বিরুদ্ধে তোপ দাগার পাল্টা আক্রমণে নামলেন বাঁকুড়া লোকসভার বিজেপি সাংসদ ডাঃ সুভাষ সরকার। তিনি লকডাউনে করোনা থেকে রেশন ও পরিযায়ী শ্রমিক ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে অযথা রাজনীতি করার অভিযোগ তুলে সরব হলেন। শহরের নুতগঞ্জের ধর্মশালায় এই সাংবাদিক বৈঠকে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁয়ের উপস্থিত থাকার কথা থাকলেও তিনি এদিন অনুপস্থিত ছিলেন।
(৩) কোতুলপুরের লেগো পঞ্চায়েতের অন্তর্গত বালিঠা তে কোয়ারেন্টাইন সেন্টারে থাকার ক্ষেত্রে কোনো নিয়ম না মানায় ক্ষুব্ধ পরিযায়ী শ্রমিকরা। তাদের অভিযোগ, যাকে যেমন খুশী রাখা হচ্ছে। কাওকে চার পাঁচ দিনে ছেড়ে দেওয়া হচ্ছে তো কেও ১৪ দিনেও ছাড়া পাচ্ছেন না। তাই এক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম সবার ক্ষেত্রে সমান ভাবে প্রয়োগের দাবী তুলেছেন তারা
(৪) এবার হাতির দলের তান্ডবে জেরবার মানুষজন হাতি তাড়ানোর দাবী তুলছেন। পশ্চিম মেদিনীপুর থেকে বিষ্ণুপুর হয়ে ঢুকে পড়া ২২ টি হাতির দল এখন বড়জোড়া,বেলিয়াতোড় ও সোনামুখীর জঙ্গল লাগোয়া গ্রামগুলোতে হানা দিচ্ছে। লকডাউনে এমনিতেই আসহায় অবস্থা গ্রামবাদীদের। তার ওপর হাতির তান্ডব তাদের আরও ক্ষতির মুখে ঠেলে দিচ্ছে। তাই হুলা পার্টি দিয়ে হাতি তাড়ানোর দাবীতে সরব হয়েছেন তারা।
(৫) সোনামুখীর কৃষ্ণবাটিতে মোটর বাইকের ধাক্কায় প্রাণ হারালেন এক পথচারী। মৃতের নাম হর সুন্দর সাউ (৫৫)। অন্যদিকে, শেখ মানিক নামে মোটর বাইক চালককে গুরুতর আহত অবস্থায় বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। বাইক চালক বিষ্ণুপুরের দ্বারিকার বাসিন্দা বলে জানা গেছে।
(৬) এবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদিলেন প্রায় ২০০ পরিবার। জেলার তালডাংরা বিধানসভার সাবড়াকোন গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় ২০০ পরিবার আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে যোগ দিলেন। তাদের হাতে পতাকা তুলে দেন যুব নেতা রাজীব ঘোষাল।
(৭)দিনভর বৃষ্টির মধ্য দিয়ে বর্ষার আগমনী বার্তা এল জেলাজুড়ে। আর তার জেরে রাস্তার বেহাল দশায় দূর্ঘটনার আশঙ্কাকে মাথায় নিয়ে ঝুঁকি পূর্ণ যাতায়াতে জেরবার জেলার ছাতনা ব্লকের পেঁচাশিমুল, জামথোল, ও হিতাসূরা গ্রামের বাদিন্দারা। নিত্য চলাফেরার পাশাপাশি, রোগী নিয়ে যাতায়াতের সমস্যা হয় দু এক পশলা বৃষ্টি হলেই। তাই রাস্তার হাল ফেরানোর দাবী তুলেছেন এলাকার মানুষ।
(৮)শহরের স্কুলডাঙ্গা সুকান্ত স্ট্যাচু মোড়ে সম্প্রীতি ও সংহতি বাজারে বিনা মূল্যে সবজি বিতরণের কর্মসুচী নেয় ডিওয়াইএফ আই ও এআইডিডাব্লুএর মহিলারা। এদিন প্রায় ২৫০ জনের হাতে বিনামূল্যে সবজি বিতরন করা হয়।
(৯)ভারতের যুব ফেডারেশন শহরের ১৫ নাম্বার ওয়ার্ডের চামেরী বস্তি, বকুলতলা, এলাকার লকডাউনের মধ্যে গর্ভবতী মায়েদের হাতে তুলে দিল ডিম, ছাতু,সোয়াবিন, ও সাবান সহ নানা খাদ্য সামগ্রী।
(১০) শনিবার সিপিএমের যুব ও ছাত্র সংগঠন ডিওয়াইএফআই ও এসএফআই উদ্যোগে করোনা সংক্রমণ প্রতিরোধে বড়জোড়ার হাসপাতাল, ট্রাফিক কিয়স্ক সহ সারা রাস্তা, বাজারে স্যানিটাইজেশনের কর্মসুচী নেওয়া হয়। দুই ফেড়ারেশনের সদস্য ও স্থানীয় নেতৃত্ব এই স্যানিটাইজেশনের কাজে অংশ নেন।
#দেখুন 🎦 ভিডিও।👇[embed]