জঙ্গলমহল খাতড়া

#এক পলকে দেখে নিন জেলার দশদিকের বাছাই দশ খবরের তাজা আপডেট।

#এক পলকে দেখে নিন জেলার দশদিকের বাছাই দশ খবরের তাজা আপডেট।
X

#এক পলকে দেখে নিন জেলার দশদিকের বাছাই দশ খবরের তাজা আপডেট।

*(১) গ্রামের প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তায় বেড়া দেয়াওকে কেন্দ্র করে গ্রামের দুই পাড়ার মধ্যে সংঘর্ষে ব্যাপক ইট জেরে আহত হলেন তিন জন। তাদের মাথায় জোরালো চোট লেগেছে। জেলার ইন্দপুর ব্লকের হাটগ্রামের ঘটনা। এদিন নামোপাড়া ও উপর পাড়ার সংঘর্ষে এলাকায় ব্যপক উত্তেজনা ছড়ায়। রাশি,রাশি ইট বৃষ্টি চলতে থাকে বেশ কিছুক্ষণ ধরে। খবর পেয়ে ইন্দপুর থানা থেকে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ততক্ষনে উপর পাড়ার তিন বাসিন্দা ইটের আঘাতে আহত হন।

(২) লকডাউনের মধ্যে জেলায় ভিন রাজ্য ও ভিন জেলা থেকে প্রায় ১৩ হাজার পরিযায়ী শ্রমিক জেলায় ফিরলেন। এদের মধ্যে বেশীরভাগ তামিলনাড়ু, মহারাষ্ট্র ও গুজরাট থেকে ফিরেছেন। ঘরে ফেরা পরিযায়ীদের মধ্যে সিংহভাগ বিষ্ণুপুর মহকুমা এলাকার বলে জানা গেছে। এদের মধ্যে সাড়ে ৩ থেকে ৪ হাজার ট্রেনে ফিরলেও বাকীরা ফেরেন সড়ক পথে।জেলা প্রশাসন সুত্রে জানা গেছে জেলার আন্ততপক্ষে ১৬ থেকে১৭ হাজার পরিযায়ী শ্রমিক বাইরে আটকে ছিলেন। এখনও সেই নিরিখে ৩,থেকে ৪ হাজার জেলার বাইরে থেকে থাকতে পারেন।

(৩) বিষ্ণুপুরের লায়েক বাঁধের শাল গাছের জঙ্গলের ঘাস ফড়িং এর পাল আদতে পঙ্গপাল নয় বলে জানালেন পতঙ্গ বিশেষজ্ঞরা। আসলে সব পঙ্গপালই ঘাস ফড়িং এর মধ্যে পড়ে। তার মধ্যে যে প্রজাতির বিশেষ অবস্থায় দলবাঁধা বা পালের প্রবণতা দেখা যায় তাদের পঙ্গপাল নামে অবিহিত করা হয়ে থাকে। সাধারণত ৬৮০০ প্রজাতির ঘাস ফড়িং এর মধ্যে মাত্র ১৯ টি প্রজাতি পঙ্গপাল হিসেবে চিহ্ণিত করা হয়। বিষ্ণুপুরের পোকার পাল এই প্রজাতির মধ্যে পড়ছেনা। এগুলো স্পটেড কফি গ্র‍্যাসহোপার বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এরা গাছের সবুজ অংশের ক্ষতি করলেও পঙ্গপালের মতো মারাত্মক ক্ষতিকারক নয় বলেই জানা যাচ্ছে।

(৪) বড়জোড়ার ট্রান্স দামোদরের কয়লা খনির এনরোলমেন্টকে কেন্দ্র করে সোমবার বিজেপির এমপি সৌমিত্র খাঁ নিজে এসে শ্রমিকদের বকেয়া বেতনের ইস্যুতে বিক্ষোভ দেখান। তার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই জট কাটাতে আজ বৈঠক সারে জেলা প্রশাসন। এদিকে আবিলম্বে খনি খোলার পক্ষে সওয়াল করল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। স্থানীয় তৃনমুল ব্লক সভাপতি অলোক মুখোপাধ্যায় জানান,খনির কাজ চালুর জন্য সব ধরনের সহযোগিতা করবে তাদের শ্রমিক সংগঠন।

(৫) একশো দিনের কাজে মাটি কেটে মজুরী মিলছে দিনে ৩০ থেকে ৭০ টাকা। এই অভিযোগ তুলে জেলার সিমলাপাল ব্লকের লক্ষ্মীসাগর গ্রাম পঞ্চায়েতের খাড়িকা গ্রামের জব কার্ডধারীরা পঞ্চায়েত অফিসে কোদাল,ঝুড়ি নামিয়ে বিক্ষোভে সামিল হন। তাদের সমস্যা না মিটলে জেলা শাসকের কাছে অভিযোগ জানাবেন বলেও জানান তারা।

(৬) এবার প্রতিমাসে কোতুলপুরে হিমঘর ও সদ্য ফেরা পরিযায়ী শ্রমিকদের সাথে বসে, তাদের নানা সমস্যা মেটানোর জন্য সমাধান বৈঠকে করবেন এলাকার বিধায়ক তথা রাজ্যের রাষ্ট্রমন্ত্রী শ্যামল সাঁতরা। এই বৈঠকে হিমঘর শ্রমিক, ও এলাকায় ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের একশ দিনের কাজে নিযুক্ত করা,হিমঘর শ্রমিকদের পুনরায় হিমঘর গুলিতে কাজে নিয়োগের নিশ্চয়তা প্রদানের মতো বিষয় গুলো গুরুত্ব পাবে বলে জানান মন্ত্রী।

(৭) গ্রামের স্কুলের কোয়ারেন্টাইন সেন্টারের আশ্রিত পরিযায়ী শ্রমিকদের খাওয়া দাওয়ার দায়িত্ব নিয়েছে গ্রামের কিছু উদ্যোগী যুবকদের গড়া সোনামুখীর রাধামোহনপুর স্বেচ্ছাসেবী সংস্থা। স্থানীয় জহওর লাল নেহেরু উচ্চ বিদ্যালয়ের এই কোয়ারেন্টাইন সেন্টারে তারা প্রায় ১১৫ জন পরিযায়ী শ্রমিককে এপর্যন্ত এই খাবারের পরিষেবা দিয়ে আসছে বলে জানিয়েছেন সংস্থার অন্যতম উদ্যোক্তা উমা শঙ্কর আদক।

(৮) লকডাউনের মধ্যেই গ্রামের মহিলাদের মাসের বিশেষ ব্যক্তিগত শারীরিক অসুস্থতার দিন গুলোয় স্বাস্থ্য বিধি মেনে স্যানিটারি ন্যাপকিন ব্যবহারে সচেতনতা কর্মসূচি নিয়েছে ওন্দা যুব সমাজের মহিলা ব্রিগেড। তারা এর জন্য গ্রামে,গ্রামে গিয়ে মহিলাদের বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিলিও করছেন। ওন্দা ব্লকের বিভিন্ন গ্রামে লাগাতর এই কাজ চালাবেন বলে জানিয়েছে ওন্দা যুব সমাজ।

(৯) বিশ্ব থেকে করোনা ভাইরাস মহামারীর বিনাশে বৈদিক যজ্ঞের আয়োজন করেন তৃণমূল যুব নেতা রাজীব ঘোষাল। দশহরার দিন সোনামুখী ব্লকের বেহেরাবানি গ্রামে এই যজ্ঞের মাধ্যমে বিশ্ব জুড়ে করোনা মুক্তির কামনা করা হয়।

(১০) করোনা পরিস্থিতিতে জেলাশাসকের দপ্তরের মাধ্যমে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ২০ হাজার টাকার চেক প্রদান করলেন বাঁকুড়া জেলা যাদব সমাজের সদস্যরা। আজ দুপুরে তারা তারা এই চেক প্রদান করেন।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/fever-word-exclusive-update/img-20200427-wa0013/" rel="attachment wp-att-9015">

Next Story