ব্রেকিং নিউজ

মেজিয়ার কিশোরী খুনে নয়া মোড়! চটির সূত্র ধরে ধৃত দুই নাবালক।

মেজিয়ার কিশোরী খুনে নয়া মোড়! চটির সূত্র ধরে ধৃত দুই নাবালক।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : চটির সূত্র ধরে মেজিয়ার মোচড় কেন্দ্র গ্রামের কিশোরী খুনের ঘটনায় দুই নাবালক কে গ্রেপ্তার করল পুলিশ। মৃত কিশোরী ধ্বনি ঘোষের গ্রামের পড়শী দুই কিশোরই অষ্টম শ্রেনীর ছাত্র।আর মৃত কিশোরী নবম শ্রেণীতে পড়ত।

মেজিয়া থানার পুলিশ এই দুই নাবালক কে আজ বাঁকুড়া জুভেনাইল কোর্টে তোলে। বিচারক তাদের আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত একটি হোমের হেপাজতে থাকার নির্দেশ দিয়েছেন বলে জানাগেছে।

পুলিশ প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদ করলেও এখনও খুনের মেটিভ সম্পর্কে অন্ধকারে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মোটিভ সম্পর্কে স্পষ্ট ধারনা মিলবে বলে মনে করা হচ্ছে।

কেন দুই কিশোর এতবড়ো একটা কান্ড ঘটিয়ে ফেলল তা নিয়ে অন্ধকারে তাদের পরিবারের লোকজনও।

এদিকে,মৃত কিশোরীর পরিবারের ধারনা ধর্ষন করে ধরা পড়ার ভয়ে এই খুন করে থাকতে পারে এই দুই নাবালক।

তারা এখন পুলিশী তদন্তে বিষয়টি খোলসা করার দাবী তুলেছেন।

প্রসঙ্গত,শুক্রবার গ্রামের পুকুরে স্নান করতে গিয়ে আর বাড়ী ফেরেনি ধ্বনি ঘোষ।পুকুর সংলগ্ন ঝোপ থেকে পরে তার মৃতদেহ উদ্ধার হয়।

তারপর, মৃতদেহ তুলতে না দিয়ে পুলিশ কুকুর এনে তদন্তের দাবীতে বিক্ষোভও দেখান মৃতের পরিবারের লোকজন ও পড়শীরা।

এরপর পুলিশ তদন্তে নেমে চটির সূত্র ধরে এই দুই নাবালককে গ্রেপ্তার করে।

#দেখুন ভিডিও।[embed]

Next Story