Home > ব্রেকিং নিউজ > মেজিয়াতে কিশোরীর মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য। অনুমান, ধর্ষন করে খুন করা হয়েছে। দোষীদের ধরতে পুলিশ কুকুর এনে তদন্তের দাবী গ্রামবাসীদের।
মেজিয়াতে কিশোরীর মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য। অনুমান, ধর্ষন করে খুন করা হয়েছে। দোষীদের ধরতে পুলিশ কুকুর এনে তদন্তের দাবী গ্রামবাসীদের।
BY Bankura 24x77 Dec 2018 8:54 PM IST

X
Bankura 24x77 Dec 2018 8:54 PM IST
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : পুকুর সংলগ্ন ঝোপ -ঝাড় থেকে এক বছর পনেরোর কিশোরীর মৃত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল মেজিয়া থানার মোচড়া কেন্দ্র গ্রামে।
স্থানীয় বাসিন্দা ১৫ বছরের কিশোরী ধ্বনি ঘোষ রোজকার মতো আজ দুপুরে গ্রামের পুকুরে স্নান করতে গিয়ে আর বাড়ী ফেরেনি। বিকেলের দিকে পুকুর সংলগ্ন ঝোপ থেকে কিশোরীর মৃতদেহ উদ্বার হয়।
গ্রামবাসী ও পুলিশের প্রাথমিক অনুমান ধর্ষন করে খুন করা হয়েছে এই কিশোরীকে।সম্ভবত ধর্ষনের পর শ্বাসরোধ করে খুন করে দূষ্কৃতিরা গা ঢাকা দেয়।
এদিকে এই ঘটনার জেরে আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা। তারা, অবিলম্বে পুলিশ কুকুর এনে দোষীদের গ্রেপ্তারের দাবীতে সরব হয়েছেন। এদিকে,মেজিয়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
#দেখুন ভিডিও।[embed]
Next Story