চাষ- আবাদ

অবৈধ পোস্ত চাষ ঠেকাতে ড্রোন দিয়ে তল্লাসি অভিযানে নামছে প্রশাসন, তৈরী হচ্ছে খাস জমিতে চাষের ডাটা ব্যাঙ্কও।

অবৈধ পোস্ত চাষ ঠেকাতে ড্রোন দিয়ে তল্লাসি অভিযানে নামছে প্রশাসন, তৈরী হচ্ছে খাস জমিতে চাষের ডাটা ব্যাঙ্কও।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : এবার বেআইনী পোস্ত চাষ রুখতে কোমর বেঁধে নামছে জেলা প্রশাসন। লুকিয়ে পোস্ত চাষ করার কারবার চিহ্ণিত করতে প্রশাসন ড্রোন দিয়ে তল্লাসি অভিযানও চালাবে নিয়মিত। পাশাপাশি, সরকারি খাস জমিতে কোন চাষী কি ফসল চাষ করছেন তার গ্রাম পঞ্চায়েত ভিত্তিক, চাষীদের নামের তালিকা,ফসলের প্রকার ভেদ,চাষের পরিমান প্রভৃতি তথ্য নিয়ে ডাটা ব্যাঙ্ক তৈরীর নির্দেশ দেওয়া হচ্ছে প্রতিটি পঞ্চায়েত কে।

জেলা প্রশাসনের কেনা দুটি ড্রোন দিয়ে এই মাসের শেষ সপ্তাহ থেকে তল্লাসি শুরু করবে আবগারি দপ্তর। তার রূপরেখা তৈরি করতে মঙ্গলবার প্রশাসনিক স্তরে এক প্রস্ত বৈঠকও হয়।

জেলা শাসক ডাঃ উমা শঙ্কর এস জানান, জেলায় অবৈধভাবে পোস্ত চাষ ঠেকাতে এবার ড্রোন দিয়ে তল্লাসির বিশেষ অভিযান চালানো হবে বলে এই বৈঠকে ঠিক হয়েছে। প্রসঙ্গত, জেলার বড়জোড়ার মানা এলাকা, মেজিয়া, সিমলাপাল,সোনামুখী,পাত্রসায়র, সারেঙ্গা, হিড়বাঁধ প্রভৃতি এলাকায় ফি বছর অবৈধভাবে পোস্ত চাষের নজীর রয়েছে। এবার তা ভাঙ্গতেই প্রশাসনের তরফে এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

এছাড়াও,প্রতি বছরের মতো অবৈধ পোস্ত চাষ করা যে আইনত দন্ডনীয় তা লিফলেট বিলিয়ে ও মাইকিং করে, গ্রামে, গ্রামে প্রচারের কর্মসূচিও রাখছে আবগারি দপ্তর। বেআইনী পোস্ত চাষ করার দায়ে আইন অনুযায়ী দোষী ব্যক্তির ২০ বছরের জেল ও ২ লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। এই দিকটিও প্রচারে উল্লেখ করে মানুষ কে সচেতন করা হবে বলেও প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/shushuniyas-rina-got-ei-samay-swayangsiddha-samman-by-bringing-children-in-the-backdrop-of-education-in-the-area/img-20191019-wa0015_640x480_800x600_1280x960_1600x1200/" rel="attachment wp-att-6884">

Next Story