সার সাগুন সাঁওতালী ট্যালেন্ট সার্চের পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়ে গেল শহরের বঙ্গ বিদ্যলয়ে।

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : সার সাগুন সাঁওতালী ট্যালেন্ট সার্চের পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়ে গেল শহরের বঙ্গ বিদ্যালয় সভা কক্ষে। সাঁওতালী সাহিত্য,সংস্কৃতি, জীবনযাত্রা,সমাজ ও ইতিহাসের ওপর নুতন প্রজন্মের ছেলে,মেয়েদের জ্ঞান অর্জনে উৎসাহ বাড়াতেই ২০১৭ সাল থেকে এই ট্যালেন্ট সার্চ পরীক্ষার আয়োজন করে আসছে সার সাগুন পত্রিকা।পাশাপাশি, নন সাঁওতালী অর্থাৎ অন্য ভাষাভাষীদের জন্যও ট্যালেন্ট সার্চে পৃথক বিভাগও রাখা হয়েছে। যাতে করা অন্যান্যরাও সাঁওতালী সমাজ,সস্কৃতির সাথে পরিচিত হতে পারেন। এবছর প্রায় ১২০০এরও বেশী ছাত্র,ছাত্রী এই পরীক্ষায় অংশ নেয়।এবছর পশ্চিমবঙ্গের পাশাপাশি ঝাড়খণ্ডেও পরীক্ষার সেন্টার হয়েছিল। আগামী বছর আসম ও ওড়িশাতেও এই ট্যালেন্ট সার্চের সেন্টার শুরু হবে বলে জানিয়েছেন সার সাগুন পত্রিকার সম্পাদক মলিন্দ হাঁসদা।
এদিন প্রথম ও দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের নগদ টাকার পাশাপাশি, যথাক্রমে সোনা,রুপো ও ব্রোঞ্জ পদকও তুলে দেওয়া হয়। এদিনের পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে ছিল নানা আদিবাসী সংস্কৃতির পসরা। শিল্পীদের নাচ,গানের অনুষ্ঠান দদর্শকদের প্রশংসা কুড়োয়।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]






