ব্রেকিং নিউজ

বড়জোড়ায় পথ দূর্ঘটনা কে কেন্দ্র করে উত্তেজিত জনতার হাতে প্রহৃত সিআইএসএফ জওয়ানরা। #দেখুন 🎦 ভিডিও প্রতিবেদন।

বড়জোড়ায় পথ দূর্ঘটনা কে কেন্দ্র করে উত্তেজিত জনতার হাতে প্রহৃত সিআইএসএফ জওয়ানরা। #দেখুন 🎦 ভিডিও প্রতিবেদন।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : পথ দূর্ঘটনা কে কেন্দ্র করে উত্তেজিত জনতার হাতে বেধড়ক মার খেলেন সিআইএসএফ জওয়ানরা।

আজ বিকেলে এই ঘটনাটি ঘটে জেলার বড়জোড়া থানার চুনপোড়া এলাকায়। সিআইএসএফ জওয়ানদের সওয়ারী পিকআপ ভ্যানটি একটি মোটর বাইককে ধাক্কা মারলে দুই বাইক আরোহী ছিটকে একটি ডাম্পারের সামনে গিয়ে পড়েন। ডাম্পারের চালক তৎপরতার সাথে ব্রেক কষায় প্রাণে বেঁচে গেলেও ওই দুই বাইক আরোহী গুরুতর আহত হয়েছেন।

তাদের মধ্যে এক জনের পায়ে জোর আঘাত লেগেছে,তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। দুজনকেই উদ্ধার করে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে স্থানীয় পুলিশ।

প্রথমে উত্তেজিত জনতা ডাম্পারের চালক ও খালাসির ওপর চড়াও হয়ে মারধর করতে থাকে, এর পর সিআইএসএফ গাড়ীটির ধাক্কায় এই দূর্ঘটনা ঘটে তা জানতে পেরে উত্তেজিত জনতা সাথে,সাথে সিআইএসএফ বাহিনীর গাড়ীর চালক ও জওয়ানদের ওপর চড়াও হয়। এবং তাদের বেধড়ক মারধর করে।

বড়জোড়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয়।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/tmc-party-office-in-patrasayar-is-vandalized/img-20191020-wa0027/" rel="attachment wp-att-6857">

Next Story