মদ্যপ স্বামীর হাতে মার খাওয়ার পরেই মিলল গৃহবধুর ঝুলন্ত মৃতদেহ! গ্রেপ্তার স্বামী ও শ্বশুর।

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন (তাপস সিনহা,গঙ্গাজলঘাটি) : স্বামীর অত্যাচার এড়াতে কাকার বাড়ীতে আশ্রয় নিয়েও শেষ রক্ষা হলনা! সেখানেও চড়াও হয়ে স্ত্রী কৃষ্ণার ওপর অত্যাচার চালায় তার স্বামী। ব্যাপক মারধর করে। এর পরই কৃষ্ণার ঝুলন্ত দেহ উদ্ধার হয় কাকার বাড়ী থেকে। এই ঘটনায় গঙ্গাজলঘাটির আমডাঙ্গা গ্রামে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নতদন্তের জন্য বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পুলিশ জানিয়েছে, মৃত গৃহবধূর নাম কৃষ্ণা বাউরী। ছাতনা থানার ভিলানি গ্রামের মেয়ে কৃষ্ণার সাথে গঙ্গাজলঘাটি থানার দেউলী গ্রামের বাসিন্দা জয়দেব বাউরীর বছর দেড়েক আগে বিয়ে হয়। বিয়ের পর থেকেই পেশায় ট্যাক্সি চালক জয়দেব স্ত্রীর ওপর অত্যাচার চালাত। এমনকি মারধর চলতো। এই মারের হাত থেকে বাঁচতে কৃষ্ণা তার কাকার বাড়ী আমডাঙ্গা আসে। এখানেও মদ্যপ অবস্থায় এসে কৃষ্ণাকে মারধর করে বলে অভিযোগ উঠছে। তার পর থেকে কৃষ্ণাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বাড়ীর মধ্যেই তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। এর পর কৃষ্ণার পরিবার থেকে থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ কৃষ্ণার স্বামী জয়দেব ও তার শ্বশুর কে গ্রেপ্তার করেছে।
#দেখুন 🎦 ভিডিও।[embed]