কারখানায় চুরি করতে ঢুকে নিরাপত্তা রক্ষীর গুলিতে মৃত্যু চোরের,বড়জোড়া শিল্পাঞ্চলে চাঞ্চল্য।

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বড়জোড়া প্লাস্টো স্টীল পার্কের একটি বেসরকারী লৌহ ইস্পাত খারখানায় চুরি করতে ঢুকে ছিল চোরের দল। সেই সময় কারখানার নিরাপত্তারক্ষীরা বাধা দিলে চোরের দল তাদের ওপর চড়াও হয়ে পাল্টা আক্রমণ করে। ভোজালি,ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালালে, অবস্থা বেগতিক দেখে এক নিরাপত্তারক্ষী নিজেকে বাঁচাতে বন্ধুক থেকে গুলি ছোঁড়েন।সেই গুলি গিয়ে এক দুষ্কৃতির বুকে লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে মৃত ওই দুষ্কৃতির নাম প্রশান্ত লোহার। তার বাড়ী ঘুটগেড়িয়ার লোহার পাড়ায়। বড়জোড়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে আজ বাঁকুড়া মেডিকেলের মর্গে ময়না তদন্তের জন্য পাঠায়।জিলা পরিষদের কর্মাধক্ষ্য সুখেন বিধ জানান,চোরের দল নিরাপত্তারক্ষীদের ওপর হামলা চালালে প্রাণে বাঁচতে এক নিরাপত্তারক্ষী বাধ্য হয়ে গুলি চালায় আর সেই গুলিবিদ্ধ হয়ে এক দুষ্কৃতির মৃত্যু হয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত করছে।
দেখুন 🎦 ভিডিও।