Home > জঙ্গলমহল খাতড়া > লকডাউনে জেলা পুলিশের অন্নদান কর্মসূচি অব্যাহত, আজ সারেঙ্গার ভগান গ্রামের প্রতিবেদন।
লকডাউনে জেলা পুলিশের অন্নদান কর্মসূচি অব্যাহত, আজ সারেঙ্গার ভগান গ্রামের প্রতিবেদন।
BY Bankura 24x75 May 2020 9:36 PM IST

X
Bankura 24x75 May 2020 9:36 PM IST
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : জেলার জঙ্গলমহলের সারেঙ্গা থানার প্রত্যন্ত আদিবাসী গ্রাম ভগান। লকডাউনে আর পাঁচটা গ্রামের মতো এখানেও রোজগারের অভাবে অসহায় অবস্থা গ্রামবাসীদের। এই গ্রামেই আজ অন্নদানের কর্মসূচী নেয় জেলা পুলিশ। বাঁকুড়া হেড কোয়াটার্স থেকে এই গ্রামে গিয়ে নিজে হাতে অন্ন বিলি করেন পুলিশ সুপার কোটেশ্বর রাও। পাশাপাশি গ্রামের কচিকাঁচাদের মুখে মাক্সও বেঁধে দেয় পুলিশ।আর দেওয়া হয় করোনা ঠেকাতে সচেতনতার পাঠও। জেলার পুলিশ সুপার কোটেশ্বর রাও জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় জেলা পুলিশ এই অন্নদান কর্মসূচীর মাধ্যমে জেলার প্রত্যন্ত গ্রাম গুলিতে গিয়ে অসহায় মানুষের থালায় দুপুরের আহার তুলে দিচ্ছে।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]
Next Story