জঙ্গলমহল খাতড়া

বাঁকুড়া২৪X৭ এর খবর দেখে ঝিলিমিলিতে উদ্ধার হওয়া কিশোরীর পরিবার খোঁজ পেল মেয়ের।তাদের সহযোগিতায় এগিয়ে এল পুলিশও।

বাঁকুড়া২৪X৭ এর খবর দেখে ঝিলিমিলিতে উদ্ধার হওয়া কিশোরীর পরিবার খোঁজ পেল মেয়ের।তাদের সহযোগিতায় এগিয়ে এল পুলিশও।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বাঁকুড়া২৪X৭ এর খবর দেখে ঝিলিমিলি তে উদ্ধার হওয়া কিশোরীর পরিবার আমাদের সাথে যোগাযোগ করে,তাদের মেয়েকে বাড়ী ফিরিয়ে নেওয়ার তোড়জোড় শুরু করেছে। ভোর বেলায় তারা সাতনালা থেকে বারিকুল থানার উদ্দেশ্যে রওনা দেয়। যদিও মেয়েটি বিষ্ণুপুরের কুমারমঙ্গলম হোমে রয়েছে। গত কাল রাতে চাইল্ড লাইনের হাতে বারিকুলের আই,সি অরুণ খাঁ এই বছর আটের বোবা ও কালা মেয়েটিকে তুলে দেন। তার পর তাকে হোমে রাখা হয়েছে। আমরা, পরিবারের সাথে পুলিশ প্রশাসনের যোগাযোগ করিয়ে দেওয়ার পাশাপাশি,ডি,এম,এস,পি ও খাতড়ার এস,ডি,পি,ও মহাশয়কে এই বিষয়ে সহযোগিতার জন্য আনুরোধ জানালে,তাঁরা সকলেই সহযোগিতার আশ্বাস দেন। কিশোরী কে বাড়ী নিয়ে যেতে পরিবারের লোকজন বারিকুল থেকে বিষ্ণুপুর রওনা দিচ্ছেন। খাতড়ার এস,ডি,পি,ও বিবেক বর্মা তাদের বিষ্ণুপুর আসার জন্য ব্যবস্থা করে দেন।এবং পরিবারটিকে সহায়তার জন্য সাথে এক সিভিক ভলেন্টিয়ারকে পাঠিয়েছেন।

বিষ্ণুপুরের হোম থেকে পরিবারের হাতে মেয়েটিকে তুলে দেওয়া হবে বলে জানা গেছে। মেয়েটির মা,বাবা ও এক প্রতিবেশী মিলে বিষ্ণুপুরে যাচ্ছেন।

বাঁকুড়া ২৪X৭ তাদের দর্শকদের কাছে কৃতজ্ঞ। কারণ, তাদের খবরের শেয়ারের জন্যই মেয়েটির পরিবার সহজে যোগাযোগ করতে পেরেছে। এবং তাদের মেয়েকে ফিরে পেয়েছে। সেই সাথে জেলার পুলিশ ও প্রশাসনের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করছে বাঁকুড়া২৪X৭ পরিবার।

Next Story