জঙ্গলমহল খাতড়া

প্রাথমিক স্তরে জেলার মধ্যে প্রথম বায়োমেট্রিক হজিরা চালু হল জঙ্গলমহলের খাতড়া প্রাথমিক বিদ্যালয়ে। আনুষ্ঠানিক সুচনা করলেন প্রাঃ সংসদের চেয়ারপার্সন রিঙ্কু বন্দ্যোপাধ্যায়।

প্রাথমিক স্তরে জেলার মধ্যে প্রথম বায়োমেট্রিক হজিরা চালু হল জঙ্গলমহলের খাতড়া প্রাথমিক বিদ্যালয়ে। আনুষ্ঠানিক সুচনা করলেন প্রাঃ সংসদের চেয়ারপার্সন রিঙ্কু বন্দ্যোপাধ্যায়।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : এবার জেলার প্রাথমিক স্কুল গুলোতেও কর্ম সংস্কৃতির পরিবেশ বজায় রাখতে চালু করা হল বায়োমেট্রিক শিক্ষক হাজিরা। আজ জেলার জঙ্গলমহলের খাতড়ায় জেলার প্রথম বায়োমেট্রিক শিক্ষক হাজিরা চালু হল। এদিন,খাতড়া কংসাবতী প্রাথমিক বিদ্যালয়ে এই হাজিরা ব্যবস্থার আনুষ্ঠানিক সূচনা করেন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারপার্সন ডঃ রিঙ্কু বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাতড়া পঞ্চায়েত সমিতির সভাপতি জয়ন্ত মিত্র।

এই প্রাথমিক বিদ্যালয়ে জেলার প্রথম বায়োমেট্রিক হাজিরা মেশিন বসানো হল। এবার ধাপে,ধাপে অন্যান বিদ্যালয় গুলিতেও একই ব্যবস্থা চালু করবে প্রাথমিক বিদ্যালয় সংসদ বলে জানান, সংসদের চেয়ারপার্সন রিঙ্কু বন্দ্যোপাধ্যায়।

Next Story