জঙ্গলমহল খাতড়া

মুকুটমনিপুরে তিন হরিণের মৃত্যুর ঘটনায় সাত দিনের মধ্যে তদন্ত কমিটিকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ বন মন্ত্রীর।

মুকুটমনিপুরে তিন হরিণের মৃত্যুর ঘটনায় সাত দিনের মধ্যে তদন্ত কমিটিকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ বন মন্ত্রীর।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : মুকুটমনিপুরের বনপুখুরিয়ার ডিয়ার পার্কে তিনটি হরিণ মৃত্যুর ঘটনায় গঠিত বন দপ্তরের তদন্ত কমিটিকে সাত দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিলেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। আজ বাঁকুড়ার অমরকাননে বন বান্ধব উৎসবে যোগ দিতে এসে সাংবাদিকদের এই কথা জানান বনমন্ত্রী। তিনি বলেন, তদন্ত কমিটির রিপোর্ট হাতে পেলে কি কারণে এবং কেন একলপ্তে তিনটি হরিণ মারা পড়ল তা স্পষ্ট হয়ে যাবে। আর ওই রিপোর্টে কারও গাফিলতি ধরা পড়লে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থাও নেবে বন দপ্তর।

#দেখুন🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/mass-beaten-at-lokepur/img-20190819-wa0061-2/" rel="attachment wp-att-6798">

Next Story