জঙ্গলমহল খাতড়া

হীড়বাঁধে বন বাংলো সাফাইয়ের সময় ছিঁড়ে পড়া তারে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু বন কর্মীর।

হীড়বাঁধে বন বাংলো সাফাইয়ের সময় ছিঁড়ে পড়া তারে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু বন কর্মীর।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বন বাংলো সাফাই করার সময় ছিঁড়ে যাওয়া বৈদ্যুতিক তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক বন কর্মীর। আজ সকালে ঘটনাটি ঘটে জেলার হীড়বাঁধে।মৃত বন কর্মীর নাম তপন সর্দার (৪৯)। তিনি হীড়বাঁধ রেঞ্জ অফিসের চতুর্থ শ্রেণীর কর্মী ছিলেন। জানা গেছে বৃহস্পতিবার রাতে ঝড়, বৃষ্টির সময় বিদ্যুতের তারটি ছিঁড়ে পড়ে যায়। ঘুম থেকে উঠে অন্যান্য দিনের মতো এদিনও বাংলোতে সাফাইয়ের কাজ করছিলেন। সেই সময় আচমকা তারটি তার সংস্পর্শে এলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। বন বাংলোর অন্যান্য কর্মীদের ঘটনা নজরে পড়তেই তাকে সাথে,সাথে স্থানীয় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করেন।এর পর হীড়বাঁধ থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। হীড়বাঁধের রেঞ্জ অফিসার মুরুলীধর কাইতি জানান,মৃত বন কর্মী তপন বাবুর বাড়ী ইন্দপুর থানার জুনবেদিয়া গ্রামে হলেও তিনি বন বাংলোর কোয়ার্টারেই থাকতেন। এবং তার বিদ্যুৎপৃষ্ঠ হয়েই মৃত্যু হয়েছে বলে রেঞ্জ অফিসারের প্রাথমিক অনুমান। তবে,ময়নাতদন্তের রিপোর্ট এলে প্রকৃত কারণ জানা যাবে বলেও তিনি জানান। এদিকে, এই মর্মান্তিক ঘটনায় স্থানীয় বন কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/police-tried-to-steal-the-thief-and-tried-to-steal-watching-the-video-of-cc-tv-thieves-police-came-to-the-spot/img_20190709_190236/" rel="attachment wp-att-5669">

Next Story