জঙ্গলমহল খাতড়া

জেলায় কালবৈশাখীর সাথে শিলাবৃষ্টির দাপট,বড়জোড়ায় বাজপড়ে এক ব্যক্তির মৃত্যু।

জেলায় কালবৈশাখীর সাথে শিলাবৃষ্টির দাপট,বড়জোড়ায় বাজপড়ে এক ব্যক্তির মৃত্যু।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : করোনা আবহের মধ্যেই আজ জেলায় কালবৈশাখীর হানায় ব্যহত হল স্বাভাবিক জন জীবন। বৃষ্টি,আর হাওয়ার সাথে ছিল শিলাবৃষ্টির দাপট। বিকেল থেকে সন্ধ্যে পর্যন্ত জেলার বিভিন্ন ব্লক থেকে বড়ো,বড়ো শিলা পড়ার খবর মিলেছে। জেলার জঙ্গলমহলের সারেঙ্গা, ছাতনা ও সোনামুখী ব্লকে শিলাবৃষ্টির দাপট ছিল অপেক্ষাকৃত বেশী।এই এলাকায় এক থেকে দেড় বা দুশো গ্রামেরও শিলা পড়েছে বলে দাবী করেছেন বাসিন্দারা। এমনকি করোনা সদৃশ শিলার আকার থাকায় তা করোনা শিলার হ্যাজট্যাগ দিয়ে সোস্যাল মিডিয়াতে পোস্টও করেছেন অনেকে। তা নিয়ে আলোড়নও পড়ে যায় নেটিজেনদের মধ্যেও। রাত পর্যন্ত বৃষ্টি হয় বাঁকুড়া সদর জুড়েও। শিলা বৃষ্টিতে মরসুমী সবজি ও ফসল এবং আম,তরমুজের ক্ষতি হলেও বড়ো ক্ষয়,ক্ষতির কোনো খবর নেই। যদিও এরই মধ্যে বৃষ্টির সময় আজ বিকেলে বড়জোড়ার মানগ্রামের বাসিন্দা হারু বাগদী (৫০) বাজ পড়ে মারা গেছেন। তিনি এদিন বিকেলে সবজি চাষে মাঠে গিয়েছিলেন। সেইসময় আচমকা বাজ পড়ে সংজ্ঞা হারান তিনি। তাকে তড়িঘড়ি বড়জোড়া সুপার স্পেশালিটি হসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/violated-the-corona-warning-thousands-people-line-at-bankura-head-post-office-for-adhar-card-service/sketch-1584526847018_1200x600/" rel="attachment wp-att-8449">

Next Story