জঙ্গলমহল খাতড়া

হীড়বাঁধে জলাভূমি থেকে নির্গত হচ্ছে রহস্যজনক গ্যাস। এলাকায় আতঙ্ক, গ্রাম পরিদর্শনে জেলাশাসক।

হীড়বাঁধে জলাভূমি থেকে নির্গত হচ্ছে রহস্যজনক গ্যাস। এলাকায় আতঙ্ক, গ্রাম পরিদর্শনে জেলাশাসক।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : হীড়বাঁধের জলভূমি থেকে রহস্যজনক ভাবে গ্যাস বেরহওয়ার ঘটনা সরজমিনে খতিয়ে দেখতে আজ ঘটনাস্থলে যান জেলাশাসক উমা শঙ্কর এস। সাথে ছিলেন খাতড়ার এসডিও বিবেক বর্মা, এসডিও রাজু মিশ্র সহ মাইনিং ডিপার্টমেন্টের বিশেষজ্ঞরা।প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে

রাত হলেই আসারিয়া গ্রামের এই জলাভূমি থেকে বের হচ্ছে রহস্যজনক গ্যাস। দিনে বের হলেও তা সূর্যের আলোয় ভালো ভাবে টের পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয় গ্রামবাসীরা। প্রায় দুই সপ্তাহেরও বেশী সময় ধরে এই রহস্যজনক গ্যাস বের হওয়ার ঘটনায় আতঙ্কে রয়েছেন জেলার হীড়বাঁধ ব্লকের আসারিয়া গ্রামের মানুষ।

১৮ নভেম্বর থেকে এই ঘটনা ঘটলেও প্রশাসনের তরফে জানানো হয়েছিল এতে ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু ফের গ্যাস বের হওয়ার মাত্রা বেড়ে যাওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। সতর্কতা মূলক ব্যবস্থা হিসেবে এলাকায় বাঁশের ব্যারিকেড বেঁধে দেয় স্থানীয় ব্লক প্রশাসন। যদিও এর আগে জেলার মাইনিং ডিপার্টমেন্টের বিশেষজ্ঞ বি,রহমান ঘটনা স্থল পরিদর্শনে গিয়ে জানিয়েছিলেন যে এই গ্যাস বিষাক্ত নয় এবং আতঙ্কের কিছু নেই। কিন্তু ১৮ ই নভেম্বরের পর ফের গ্যাস বের হওয়ার পরিমানের মাত্রা বেড়ে যাওয়ায় নুতন করে আতঙ্ক ছড়ায় গ্রাম জুড়ে। এই খবর পেয়েই ঘটনাস্থল পরিদর্শনে যান জেলাশাসক উমা শঙ্কর এস। তিনি পুরো ঘটনা ওপর মহলে জানাচ্ছেন।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/after-the-attack-the-visiting-super-specialty-block-and-inspected-the-security-the-bsmch-principal-said/img-20191201-wa0021/" rel="attachment wp-att-7296">

Next Story