পড়াশোনা ২৪X৭

দিন মজুর বাবা,অভাব কে জয় করে উচ্চ মাধ্যমিকে ৪৯৮ পেয়ে সর্বোচ্চ দ্বিতীয় রিয়া দত্ত।রইল এই অভাবী মেধাবী ছাত্রীকে সাহায্যের আবেদন।

দিন মজুর বাবা,অভাব কে জয় করে উচ্চ মাধ্যমিকে ৪৯৮ পেয়ে সর্বোচ্চ দ্বিতীয় রিয়া দত্ত।রইল এই অভাবী মেধাবী ছাত্রীকে সাহায্যের আবেদন।
X

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : করোনা আবহে লক ডাউনের ফলে কাজ নেই দিন মজুর বাবার! কোন ক্রমে খাওয়া জুটলেও মন ভালো ছিল না পরিবারের সদস্যদের। তারই মাঝে হটাৎ বাঁধ ভাঙ্গা আনন্দ নেমে এল এই পরিবারের খুঁড়ে ঘরে। পরিবারের মেয়ে রিয়া দত্ত উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় সর্বোচ্চ ৪৯৮ নাম্বার পাওয়ায়। অভাব,অনটন কে নিত্য সঙ্গী করে,অভাবের সাথে লড়াই করে, আজ সারা জেলার মুখ উজ্জ্বল করেছে রিয়া। ওন্দার বহড়ামুড়ি গ্রামে এত ভালো ফল এই প্রথম। জেলার ওন্দা হাই স্কুলের ছাত্রী রিয়ার পাশে এতদিন সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে ছিলেন স্থানীয় শিক্ষকরা।তারা বিনা পয়সায় টিউশন পড়িয়েছেন। দিয়েছেন বই পত্রও। কিন্তু এখন উচ্চ শিক্ষায় বাধ সেধেছে সংসারের অনটন। লকডাউনে দিন মজুর বাবার রোজগার শিকেয় উঠেছে। দিনের অন্ন জোটানোই দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। তাই কিভাবে এই অবস্থায় মেয়ের পড়াশোনার খরচ জোগাবেন তা নিয়ে চিন্তাই পড়েছেন রিয়ার বাবা সত্য রাম দত্ত। বাবার এই আর্থিক অনটনের কথা ভেবে ভবিষ্যতে কি করে পড়ার খরচ জুটবে তা নিয়ে চিন্তিত রিয়াও।

এই অভবী মেধাবী রিয়ার পড়াশোনায় সাহায্যের জন্য, আমরা আমাদের দর্শকদের কাছে অনুরোধ রাখলাম।এবং কোন সহৃদয় ব্যক্তি,প্রতিষ্ঠান বা স্বেচ্ছাসেবী সংস্থা যে কেও যদি রিয়া সহায়তায় এগিয়ে আসেন তাহলে এই মেধাবী ছাত্রী তার উচ্চ শিক্ষার থেকে বঞ্ছিত হবে না। আমাদের বিশ্বাস রিয়ার লড়াইয়ের শরিক আমরা ঠিক পেয়ে যাব। তার লড়াইয়ের শরিক হতে আমাদের সাথে 9434047119 নাম্বারে যোগাযোগ করতে পারেন, বা ইমেল করতে পারেন [email protected] এই আইডি তে।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/mp-subhas-sarkars-press-conference-on-the-controversy-of-collecting-samples-of-the-covid-test-at-the-bjps-election-office-sarkars-press-conference-on-the-controversy-of-collecting-samples-of-th/img_20200717_130232/" rel="attachment wp-att-9914">

Next Story