জঙ্গলমহল খাতড়া

সারা জঙ্গল মহল জুড়ে কি বাড়ছে শার্দূল কুল! জানতে বিনপুর আর বারিকুলে পাওয়া বাঘের পায়ের ছাপ মিলিয়ে দেখছে বন দপ্তর।

সারা জঙ্গল মহল জুড়ে কি বাড়ছে শার্দূল কুল! জানতে বিনপুর আর বারিকুলে পাওয়া বাঘের পায়ের ছাপ মিলিয়ে দেখছে বন দপ্তর।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বাঁকুড়ার বারিকুলের পাশাপাশি ঝাড়গ্রামের বিনপুরেও বাঘের পায়ের ছাপ মেলায় ফের সারা জঙ্গলমহল জুড়ে দক্ষিণরায়ের আনাগোনার বিষয়ে নিশ্চিত বন দপ্তর। তবে, দুই জেলায় মেলা পায়ের ছাপ একই না আলাদা তা এবার মিলিয়ে দেখছে বন দপ্তরের বিশেষজ্ঞরা। যদি একই না হয় তাহলে জঙ্গল মহলে একাধিক বাঘের উপস্থিতি রয়েছে বলে নিশ্চিত হতে পারবে বন দপ্তর। পাশাপাশি, বাংলার জঙ্গল মহলের জঙ্গলে রয়েল বেঙ্গল টাইগারের বাসভূমির সহায়ক এই তত্ত্বও প্রমাণিত হবে। তবে,পাকাপাকি বাঘেরা এখানে ঘাটি গেড়েছে, না ওড়িশার সিমলিপাল বা দলমা পাহাড় থেকে বারিকুল,বিনপুরে সাময়িক যাতায়াত রয়েছে তাদের,তা খতিয়ে দেখতে বারিকুল ও বিনপুরে ট্র‍্যাপ ক্যামেরা বসিয়ে বাঘের ছবি বন্দি করতে চাইছে বন দপ্তর। বিনপুর ও বারিকুলে মেলা বাঘের পায়ের ছাপ। ঠিক যে ভাবে লালগড়ে ছবি বন্দি করে ছিল বন দপ্তর। তবে লালগড়ের ঘটনার শিক্ষা নিয়ে এবার বাঘের গণ পিটুনিতে মৃত্যু ঠেকাতে কোমর বেঁধে নেমেছে বন দপ্তর। গ্রামবাসীদের বোঝানো ও তাদের অযথা আতঙ্কিত না হয়ে বন দপ্তরের সাথে যোগাযোগ গড়ে তুলে বাঘের গতিবিধি তথ্য আদান প্রদানে জোর দিয়েছেন বন দপ্তরের কর্তারা। এমনটাই জানিয়েছেন মুখ্য বনপাল (সেন্ট্রাল) রাজীব শর্মা। তিনি এদিন জানান,বিনপুর ও বারিকুল এই দুই জায়গার যাবতীয় তথ্য মিলিয়ে দেখে তবেই বন দপ্তর পরবর্তী পদক্ষেপ নেবে। এখন দেখার বন দপ্তরের তথ্য যাচাইয়ের পর কি সত্য প্রকাশ পায়। জঙ্গল মহলে কি এবার বেড়ে উঠছে শার্দুল কুল! না ২০১৮ এর লালগড়ের মারা যাওয়া বাঘের সঙ্গী বাঘিনী তার শাবকদের নিয়েই বাসা বেঁধেছে এখানে? সব প্রশ্নের উত্তর এখন বন দপ্তরের কোর্টে!

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/mass-beaten-at-lokepur/img-20190819-wa0061-2/" rel="attachment wp-att-6798">

Next Story