পড়াশোনা ২৪X৭

বুধবার বেলা ১০ টায় প্রকাশিত হবে রাজ্যের মাধ্যমিকের ফল, শুক্রবারে উচ্চ মাধ্যমিক।

বুধবার বেলা ১০ টায় প্রকাশিত হবে রাজ্যের মাধ্যমিকের ফল, শুক্রবারে উচ্চ মাধ্যমিক।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : আগামীকাল বুধবার প্রকাশিত হচ্ছে মাধ্যমিকের ফল। জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, তিনি পড়ুয়াদের আগাম শুভেচ্ছা ও অভিনন্দনও জানিয়েছেন এদিন। তবে,করোনা সর্তকতায় অন লাইনেই ফল প্রকাশ করা হবে। এদিন মার্কস শীট বিলি করা হবে না। রাজ্যের প্রতিটি স্কুল স্যানিটাইজড করার পর কেবল মাত্র অভিভাবকরা স্কুলে গিয়ে মার্কস শীট সংগ্রহ করতে পারবেন। তবে তার জন্য কয়েকদিন সময় লাগবে। এই ব্যবস্থার নির্দিষ্ট গাইড লাইন পর্ষদ জেলা বিদ্যালয় পরিদর্শকের মাধ্যমে স্কুল গুলিকে জানিয়ে দেবেন। এবং আগামীকাল ফল প্রকাশের সাংবাদিক বৈঠকের সময় বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। করোনা পরিস্থিতির জন্য এবছর সকাল ৯ টার বদলে বেলা ১০ টায় আনুষ্ঠানিক ভাবে মাধ্যমিকেত ফল প্রকাশ করবে পর্ষদ।এবং যেহেতু মাধ্যমিকের সব পরীক্ষা নেওয়া হয়েছে তাই যথারীতি মেধা তালিকাও প্রকাশ করা হবে। আনুষ্ঠানিক ফল প্রকাশের পর সাড়ে ১০ টা থেকে ওয়েবসাইট থেকে পরীক্ষার্থীরা তাদের ফলাফল জানতে পারবে। আর যে সব বিদ্যালয়ে কোয়ারেন্টাইন সেন্টার বা সেফ হোম আছে যে খানে বিকল্প কী ব্যবস্থা নেওয়া হবে তা বুধবার সাংবাদিক বৈঠকেই জানিয়ে দেওয়া হবে বলে পর্যদ সুত্রে জানা গেছে। অন্যদিকে, শুক্রবার দুপুর সাড়ে ৩ টে নাগাদ প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের ফল। তবে উচ্চমাধ্যমিকে কোন মেধস তালিকা এবার প্রকাশিত হবে না।🔻নীচের লিংকে ফল জানা যাবে wbresults.nic.in

Next Story