ব্রেকিং নিউজ

হাতি ঠেকাতে রাজ্যের হাতিয়ার কানাডা মডেল,জেলায় মাধ্যমিকে এবারও থাকছে বিশেষ বাহিনী।

হাতি ঠেকাতে রাজ্যের হাতিয়ার কানাডা মডেল,জেলায় মাধ্যমিকে এবারও থাকছে বিশেষ বাহিনী।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : এবার রাজ্যে হাতি-মানুষে সংঘাত ঠেকাতে কানডা মডেলকেই হাতিয়ার করছে রাজ্য বন দপ্তর। রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় জানান রাজ্যে হাতির হানা ঠেকাতে এবং ক্ষয়,ক্ষতি ও মানুষের মৃত্যুর হার কমাতে বন দপ্তর দেশের পাশাপাশি বিদেশের হস্তী বিশেষজ্ঞদের পরামর্শ যেমন কাজে লাগাবে তামনি কানাডা মডেলকেও ব্যবহার করা হবে। পাশাপাশি, প্রতিবেশী রাজ্য আসামের পদ্ধতিকেও কাজে লাগাতে চাইছে রাজ্য। মন্ত্রীর দাবী, এই মাস্টার প্ল্যান চালু করা গেলে দক্ষিণ বঙ্গ সহ সারা রাজ্যে হাতির হানা ঠেকানো আরও সহজ হবে এবং কমবে হাতি -মানুষে সংঘাতের ঘটনাও। এদিকে, ফের জেলায় নুতন করে১৮,টি হাতির দল ঢুকে পড়ায় আতঙ্ক ছড়িয়েছে উত্তর বাঁকুড়া জুড়ে। ফলে জেলার উত্তর বন বিভাগের চারটি রেঞ্জ জুড়ে এখন আবাসিক ও দল হাতি মিলিয়ে দাপিয়ে বেড়াচ্ছে প্রায় ৩০ টি হাতি। দলে বেশ কিছু শাবক হাতিও রয়েছে। তাই এই হাতির পালকে ড্রাইভ করে তাড়ানোর পথে হাঁটতে চাইছে না বন দপ্তর। তবে হাতিদের গতিবিধির ওপর নজরদারী চালিয়ে তাদের মর্জি মতো চলার ওপরই গুরুত্ব দিচ্ছেন বন দপ্তরের আধিকারিকরা। বনদপ্তর সূত্রে জানা গেছে পাবয়া মৌজাতেই রয়েছে ১৯ টি হাতি। এছাড়া সোনামুখী রেঞ্জে ৮ টি,বেলিয়াতোড় রেঞ্জে ২ টি ও মেজিয়া রেঞ্জে রয়েছে একটি।এলাকাবাসীকে সতর্ক করতে বিভিন্ন জায়গায় মাইকিং শুরু করেছে বনদপ্তর। বাঁকুড়া উত্তর বনবিভাগের ডিএফও ভাস্কর জেভি জানিয়েছেন, মানুষের অযথা আতঙ্কিত হওয়ার কোনও কারন নেই। অন্যান্য বারের মতো এবারও মাধ্যমিকের দিনগুলোতে পরীক্ষার্থীরা যেন হাতির হানার কবল না পড়ে তার জন্য বন দপ্তরের বিশেষ বাহিনী জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে নজরদারি চালাবেন ও পাহারা দিয়ে পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করবেন। থাকবে হাতি প্রবন এলাকা গুলিতে ওবজঙ্গলে রাস্তায় দিনভর বনকর্মী ও হুলাপার্টির টহলদারি থাকবে।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/grand-opening-sreeleathers-bankura-on-14-feb2020/fb_img_1581614634752/" rel="attachment wp-att-8086">

Next Story