জঙ্গলমহল খাতড়া

লকডাউনের সুযোগ কাজে লাগিয়ে ব্যাঙ্কের গ্রাহক মিত্র কেন্দ্রে চোরেদের হানা পাঁচমুড়ায়। টাকা না পেয়ে আগুনে পোড়ানো হল নথিপত্র।

লকডাউনের সুযোগ কাজে লাগিয়ে ব্যাঙ্কের গ্রাহক মিত্র কেন্দ্রে চোরেদের হানা পাঁচমুড়ায়। টাকা না পেয়ে আগুনে পোড়ানো হল নথিপত্র।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : লকডাউনের সুযোগকে কাজে লাগিয়ে চোরের দল হানা দিল একটি ব্যাঙ্কের গ্রাহক পরিষেবা কেন্দ্রে। শুক্রবার রাতে বাঁকুড়ার পাঁচমুড়ার বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্কের স্থায়ী ব্যাঙ্ক মিত্র কেন্দ্রের গেট ভেঙ্গে ভেতরে ঢুকে রাতভর দাপিয়ে বেড়ায় চোরের দল। তছনছ করে গ্রাহকদের গুরুত্বপূর্ণ কাগজ পত্র। পাশাপাশি টাকা হাতালোর জন্য লোহার আলমারী ভেঙ্গে ফেলে। কিন্তু টাকা পয়সা না থাকায় চোরেদের হতাশ হতে হয়। আর সেই হতাশায় বহিঃপ্রকাশ ঘটে ব্যাঙ্কের গ্রাহক সেবা কেন্দ্রে আগুন লাগানোর ঘটনায়। যাওয়ার আগে তারা কেন্দ্রের গুরুত্বপূর্ণ নথি ও গ্রাহকদের দস্তাবেজ পুড়িয়ে দেয়। এছাড়া একটি লোহার আলমারী অফিস ঘরের ভেতর থেকে তুলে নিয়ে গিয়ে পাশের ঝোপে ফেলে দেওয়া হয়। গ্রাহক কেন্দ্রের মালিক ঘটনা থানায় জানালে তালডাংরা থানার পুলিশ এসে তদন্ত শুরু করে। গ্রাহক কেন্দ্রের অন্যতম মালিক অনিমেষ দাস বলেন, এটা চুরির চেষ্টা না হিংসা করে এমনটা কেও করেছে তা তিনি বুঝে উঠতে পারছেননা। তবে,প্রায় হাজার দশেক গ্রাহক ব্যাঙ্কিং পরিষেবা পেতেন এখান থেকে। এই ঘটনার জেরে তাদের সমস্যায় পড়তে হবে বলেও জানান তিনি।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/the-deceased-mother-and-her-two-year-old-son-and-12-passengers-were-injured-when-a-passenger-bus-overturned-in-baguli-barjora/img-20200304-wa0034/" rel="attachment wp-att-8257">

Next Story