স্পঞ্জ আয়রন কারখানা সম্প্রসারণের গণ শুনানি থেকে গ্রামবাসীদের ঘাড় ধরে বের করে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। মেজিয়ায় উত্তেজনা।

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : একটি বেসরকারী স্পঞ্জ আয়রন কারখানার সম্প্রসারণের গণ শুনানিতে গ্রামবাসীদের ঘাড় ধরে বের করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস নেতা ও তাদের সাগরেরদের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনাও ছড়ায় মেজিয়া ব্লক অফিসে। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় পুলিশও। মেজিয়ার তারাপুরে প্রায় ১৫ বছর ধরে চলা এই স্পঞ্জ আয়রন কারখানাটির বিরুদ্ধে এলাকায় দূষণ ছড়ানোর বিস্তর অভিযোগ রয়েছে। পাশাপাশি, বেআইনী ভাবে ভূগর্ভস্থ জল তুলে নেওয়ারও অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা। কিন্তু শাসক দলের নেতা ও প্রশাসনের এক শ্রেণীর আমলাদের মদতে তারা দিব্যি নিয়ম ভেঙ্গে কারখানা চালিয়ে আসছেন। আজ, এই কারখানাটি আরও সম্প্রসারণের জন্য নিয়ম অনুযায়ী মেজিয়া ব্লক অফিসে গণ শুনানির আয়োজন করে প্রশাসন। অভিযোগ, এলাকার দাপুটে তৃণমূল নেতা তথা,পঞ্চায়েত সমিতির সহ সভাপতি রবি লোচন গোপ তার লোকজন দিয়ে গ্রামবাদীদের পুলিশের সামনেই গণ শুনানি থেকে ঘাড় ধরে বের করে দেন। এই ঘটনার জেরে গ্রামের মানুষ ক্ষোভে ফেটে পড়েন। যদিও,যার বিরুদ্ধে অভিযোগ উঠছে সেই রবি লোচন বাবু অভিযোগ মিথ্যা বলে পালটা দাবী করেছেন।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]