জঙ্গলমহল খাতড়া

পুরী থেকে ফেরার পথে জেলার জঙ্গলমহল থেকে সদর শহরে সাইকেলে চড়ে গাছ লাগানোর বার্তা তারকের।

পুরী থেকে ফেরার পথে জেলার জঙ্গলমহল থেকে সদর শহরে সাইকেলে চড়ে গাছ লাগানোর বার্তা তারকের।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : গাছ লাগিয়ে জল সংরক্ষণের বার্তা দিতে উড়িষ্যার পুরী থেকে ফেরার পথে জেলার জঙ্গলমহল থেকে শহর বাঁকুড়ায় সাইকেলে করে প্রচার সারলেন কাঁচড়াপাড়ার তারক চন্দ্র পাল। পাশাপাশি তিনি এই প্রচারের সাথে,সাথে এলাকায়,এলাকায় গ্রীণ আর্মি নামে তার পরিবেশ রক্ষাকারী সংগঠনের শাখাও গড়লেন। জঙ্গলমহলের সারেঙ্গায় গ্রীণ আর্মি শাখার উদ্যোগে বৃক্ষ রোপনও করেন এই পরিবেশ প্রেমী সাইকেলিস্ট। তিনি বাঁকুড়া হয়ে দূর্গাপুর ও বর্ধমান ঘুরে কাঁচড়াপাড়ায় নিজের বাড়ী ফিরবেন ।

তারক বাবু, এভাবেই কয়েক বছর ধরে পরিবেশ রক্ষায় আম জনতাকে সচেতনতার বার্তা দিতে সাইকেলে নানা জায়গায় ভ্রমণ করেছেন। এবার তার সাথে গড়ছেন গ্রীণ আর্মি বাহিনী। রাজ্যের পাশাপাশি, উড়িষ্যা, বিহার,ঝাড়খণ্ড প্রভৃতি প্রতিবেশী রাজ্যেও শাখা বিস্তার করেছেন গ্রীণ আর্মির। গাছ লাগানোর পাশাপাশি প্লাস্টিক মুক্ত দেশ গড়ারও প্রচার চালাচ্ছেন তার সাইকেলে করে। তার এই রেসিং সাইকেলে সোলার লাইট লাগিয়েছেন। সোলার সেলের মাধ্যমে লাইট জ্বালানো,মোবাইল চার্জের কাজও চলছে দিব্যি। এই সাইকেলে চড়েই আজীবন পরিবেশ রক্ষার প্রচার চালিয়ে যাবার অঙ্গীকার করেছেন তারক বাবু।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/chatra-raban-kata-spl-story/img-20191011-wa0005/" rel="attachment wp-att-6787">

Next Story