ব্রেকিং নিউজ

পুরপ্রধান প্রাপ্য সম্মান দিচ্ছেন না! অভিমানে দলের কাছে পদত্যাগ পত্র পাঠালেন বাঁকুড়া পুরসভার উপ পুর প্রধান।

পুরপ্রধান প্রাপ্য সম্মান দিচ্ছেন না! অভিমানে দলের কাছে পদত্যাগ পত্র পাঠালেন বাঁকুড়া পুরসভার উপ পুর প্রধান।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : পুরপ্রধান প্রাপ্য সম্মান দিচ্ছেন না,দেওয়া হচ্ছেনা কাজ করার সুযোগ, তাই অভিমানে উপ পুরপ্রধানের পদ থেকে দলের রাজনৈতিক পর্যবেক্ষক শুভেন্দু অধিকারীর কাছে পদত্যাগ পত্র পাঠালেন বাঁকুড়া পুরসভার উপ পুরপ্রধান দিলীপ আগরওয়াল। আজ বিকেলে বাঁকুড়া পুরসভায় এক সাংবাদিক বৈঠকে এ কথা জানান তিনি। পাশাপাশি,পুর প্রধানের বিরুদ্ধে বিনা টেন্ডারে কাজের অভিযোগ সহ নানা বেনিয়মের প্রসঙ্গ তুলে সরব হন দিলীপ বাবু। যদিও পুরপ্রধান মহাপ্রসাদ সেনগুপ্ত তার বিরুদ্ধে তোলা অভিযোগ উড়িয়ে দেন। এদিকে,পুর প্রধান ও উপপ্রধানের গোষ্ঠী দ্বন্দ্ব দলের সংহতিকে ব্যাহত করে কার্যত বাঁকুড়া পুরসভায় ভাঙ্গনের ইঙ্গিত দিচ্ছে বলে শহরের রাজনৈতিক মহল। প্রশ্ন উঠছে পুর প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনার নিয়েও। যদিও এই মূহুর্তে আনাস্থা নিয়ে মুখ খুলতে চাননি দিলীপ বাবু। অন্যদিকে,পুরপ্রধান মহাপ্রসাদ বাবু বলেন দিলীপ বাবু তার কাছে কোনো পদত্যাগ পত্র দেন নি। তাই তিনি কিছু জানেন না। তবে পুরপ্রধান ও উপ পুরপ্রধানের কাজিয়ায় চাপে পড়ে গেছে শহর তৃণমূল।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/demanding-the-return-of-katmani-the-tmc-leaders-staged-protests-in-keshiakole/img-20190623-wa0070_1024x1409/" rel="attachment wp-att-5529">

Next Story