জঙ্গলমহল খাতড়া

ইন্দপুরে ছেলে ধরা সন্দেহে এক ব্যক্তির হাত,পা বেঁধে ফেলে রাখল গ্রামবাসীরা,পরে পুলিশ গিয়ে উদ্ধার করে তাকে।

ইন্দপুরে ছেলে ধরা সন্দেহে এক ব্যক্তির হাত,পা বেঁধে ফেলে রাখল গ্রামবাসীরা,পরে পুলিশ গিয়ে উদ্ধার করে তাকে।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : ছেলে ধরা সন্দেহে এক অজ্ঞাত পরিচিত ব্যক্তিকে মারধর করা তার দুই হাত দড়ি দিয়ে এবং দুই পা খুঁটির সাথে বেঁধে ফেলে রাখে গ্রামবাসীরা। ঘটনা জানাজানি হতেই কৌতুহলী লোকজন ভীড় জমাতে থাকেন। গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ে চাঞল্যও। আজ সকালে ঘটনাটি ঘটে জেলার ইন্দপুর থানা এলাকার পায়রাচালি গ্রামে। স্থানীয়রা ইন্দপুর থানায় খবর দিলে পুলিশ ওই ব্যক্তিকে উদ্ধার করে থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/tmc-party-office-in-patrasayar-is-vandalized/img-20191020-wa0027/" rel="attachment wp-att-6857">

Next Story