Home > ব্রেকিং নিউজ > ছাতনায় বাসুলী মন্দিরের তালা ভেঙে দেবীর সোনা ও রুপোর গয়না চুরি, এলাকায় চাঞ্চল্য।
ছাতনায় বাসুলী মন্দিরের তালা ভেঙে দেবীর সোনা ও রুপোর গয়না চুরি, এলাকায় চাঞ্চল্য।
BY Bankura 24x722 Feb 2019 1:48 PM GMT

X
Bankura 24x722 Feb 2019 1:48 PM GMT
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : ছাতনায় বাসুলী মন্দিরের দরজার তালা ভেঙ্গে দেবীর সোনা ও রুপোর গয়নাগাটি চুরি করে চম্পট দিল দূষ্কৃতিরা। আজ ভোরে চুরির ঘটনা ভক্তদের নজরে পড়লে, তারা ছাতনা থানায় খবর দেন।থানা থেকে পুলিশ এসে চুরির তদন্ত শুরু করে।
বৃহস্পতিবার রাতে এলাকায় বিয়ে বাড়ি ছিল। সেই হুল্লোড়ের সুযোগ কে কাজে লাগিয়ে চোরেরা চুরি করে চম্পট দেয় বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। বাসুলী মন্দির কমিটির সদস্য শংকর চক্রবর্তী বলেন,দরজার তিনটি তালা ও ইন্টারলক ভেঙে দেবীর গা থেকে সোনা ও রুপোর গয়না চুরি করে চোরেরা।
যেগুলোর দাম আনুমানিক হাজার চল্লিশ টাকার মতো হতে পারে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, এই ঘটনার জেরে শনিবার মন্দিরে শুদ্ধিকরণ অনুষ্ঠানের আয়োজন করা হবে বলেও জানান শংকর বাবু।
ছাতনার প্রাচীন এই মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পুরোদমে।
Next Story