Home > জঙ্গলমহল খাতড়া > এবার জঙ্গল মহলে এফসিআইয়ের সরবরাহ চালের নিম্ন মান নিয়ে জেলাশাসকে নালিশ মেন্টর অরুপ চক্রবর্তীর। তোপ সাংসদকেও।
এবার জঙ্গল মহলে এফসিআইয়ের সরবরাহ চালের নিম্ন মান নিয়ে জেলাশাসকে নালিশ মেন্টর অরুপ চক্রবর্তীর। তোপ সাংসদকেও।
BY Bankura 24x74 May 2020 3:42 PM GMT

X
Bankura 24x74 May 2020 3:42 PM GMT
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : রেশনের চাল নিয়ে জেলার রাজনীতি এখন সরগরম! তারই মধ্যে এবার জেলার জঙ্গল মহলের রাইপুরের নুতনগড় গ্রামে রেশনে এফসিআইয়ের দেওয়া চালের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠল।গ্রামবাসীদের সাথে নিয়ে এবার রেশনে গিয়ে চালের বস্তা থেকে চাল বের করে তা নিম্ন মানের বলে দাবী করল তৃণমূল। জঙ্গল মহলের এই ঘটনার অভিযোগ আসা মাত্র জিলা পরিষদের মেন্টর অরুপ চক্রবর্তী এই নিম্ন মানের চাল নিয়ে জেলাশাসকের কাছে নালিশও জানালেন। পাশাপাশি, বাঁকুড়ার সাংসদকে একহাত নিয়ে তিনি বলেন এবার তাহলে চাল পাল্টানোর কাজটা করে দেখান। সাংসদ সংবাদ মাধ্যমে এই কথা তিনি দিয়েছিলেন, এবার সেই কথা রাখার দায়বদ্ধতা তিনি রক্ষা করুন।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]
Next Story